International

1 month ago

Jasad is concerned :কোটা আন্দোলনের সংহিসতায় হতাহতের ঘটনায় উদ্বিগ্ন জাসদ

Jasad is concerned
Jasad is concerned

 

ঢাকা, ১৭ জুলাই  : কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে পুলিশ-আন্দোলনকারী-ছাত্রলিগের সহিংস প্রাণঘাতী সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার।

এক বিবৃতি তাঁরা বলেন, শান্তিপূর্ণ আন্দোলন হঠাৎ করে সহিংস রূপ ধারণ করায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। ইতোপূর্বে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে কোটা সংস্কারের জন্য ‘কোটা সংস্কার কমিশন’ গঠনের দাবি জানিয়েছিলাম। ‘কোটা সংস্কার কমিশন’ গঠনের আনুষ্ঠানিক ঘোষণা করলে এই মৃত্যু ও সহিংসতা এড়ানো যেত।ইনু ও শিরীন বলেন, সময় এখনও ফুরিয়ে যায়নি।

জেদ, সংঘাত, সংঘর্ষ বাদ দিয়ে উপযুক্ত প্রতিনিধি পাঠিয়ে আন্দোলনকারীদের সাথে আলাপ-আলোচনা করে কোটা সমস্যার যৌক্তিক সমাধান করা হোক। তাঁরা বলেন, আমরা আগেই আশাংকা প্রকাশ করেছিলাম, একটি কুচক্রী মহল নিজের স্বার্থ চরিতার্থ করতে কোটা আন্দোলনকে ব্যবহার করে ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে। অবস্থা দেখে মনে হচ্ছে, ওই চক্রটি আজ সারা দেশে সক্রিয়।

জাসদ-এর দুই নেতা আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনও অপশক্তি যাতে আন্দোলনকে ব্যবহার করে ফায়দা লুটতে না পারে, সেদিকে সর্তক দৃষ্টি রাখতে হবে, অনুপ্রবেশকারী কুচক্রীদের চিহ্নিত করে আন্দোলনের ব্যানার থেকে বের করে দিন, সরকারের সাথে আলাপ-আলোচনা করে সমস্যার সমাধান বের করুন।


You might also like!