Breaking News
 
Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী!

 

International

8 months ago

Justin Trudeau:আরও তিক্ত হচ্ছে ভারত-কানাডা সম্পর্ক, এবার কাঠগড়ায় তুললেন স্বয়ং ট্রুডো

India-Canada relations are becoming more bitter
India-Canada relations are becoming more bitter

 

অটোয়া, ১৫ অক্টোবর : আরও তিক্ত হচ্ছে সর্ম্পক। কানাডা দূতাবাসের ছয় কূটনীতিককে অবিলম্বে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে বিদেশ মন্ত্রক। আগামী শনিবার মধ্য রাতের মধ্যে ভারত ছাড়তে হবে ওই কূটনীতিকদের। এর মাঝে নয়াদিল্লির বিরুদ্ধে নতুন অভিযোগ আনলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, ‘কানাডার মাটিতে অপরাধমূলক নানা কাজকর্মের সঙ্গে জড়িত ভারত।’

যদিও এই মন্তব্যের সপক্ষে কোনও যুক্তি দিতে পারেননি ট্রুডো। হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনা নিয়ে ফের একবার নয়াদিল্লির দিকেই আঙুল তুলেছেন কানাডার প্রধানমন্ত্রী। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, "গত সপ্তাহের শেষে যখন আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছিলাম, তখন আমি তুলে ধরেছিলাম যে, এই সপ্তাহান্তে সিঙ্গাপুরে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে কতটা অবিশ্বাস্যভাবে গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। তিনি সেই বৈঠক সম্পর্কে অবগত ছিলেন এবং আমি চাপ দিয়েছিলাম, যাতে বৈঠকটি খুবই গুরুত্ব সহকারে নেওয়া হয়।"

ট্রুডো বলেছেন, "আমি গত বছরের ঘটনা জানি এবং আজকের ঘটনাগুলি অনেক কানাডিয়ানকে নাড়িয়ে দিয়েছে, বিশেষ করে ইন্দো-কানাডিয়ান এবং শিখ সম্প্রদায়ের মানুষদের। আপনাদের মধ্যে অনেকেই রাগান্বিত, বিচলিত, ভীত আমি বুঝতে পেরেছি। এমনটা হওয়া উচিত নয়। কানাডা-ভারতের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে যার মূলে রয়েছে মানুষে মানুষে সম্পর্ক, ব্যবসা এবং বাণিজ্য। কিন্তু আমরা এখন যা দেখছি তা মেনে চলতে পারি না। কানাডা ভারতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্পূর্ণভাবে সম্মান করে এবং আমরা আশা করি ভারত সরকার কানাডার জন্যও তাই করবে।"

You might also like!