International

4 months ago

Hurricane beryl : ফুঁসছে হারিকেন বেরিল, ক্যারিবিয় অঞ্চলে সতর্কতা

Hurricane beryl (symbolic picture)
Hurricane beryl (symbolic picture)

 

ব্রিজটাউন, ২ জুলাই ঃ পূর্ব আটলান্টিক মহাসাগরে সৃষ্ট চলতি মৌসুমের প্রথম হারিকেন বেরিল আরও শক্তিশালী হয়ে বিপজ্জনক ঝড়ে রূপ নিচ্ছে। ভয়াবহ তাণ্ডব চালাতে পারে এই মর্মে ক্যারিবিয়ানের দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশির ভাগ এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। জানা গেছে, এই হারিকেন ক্যারিবিয় দ্বীপে ভয়াবহ তাণ্ডব চালাতে পারে বলে সোমবার সতর্ক করে দিয়েছে ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)। মনে করা হচ্ছে, ঝড়টি ক্যাটাগরি-৩ বা এরও বড়মাপের হারিকেন। ঘণ্টায় এর বাতাসের গতিবেগ ১১১ মাইল (১৭৯ কিলোমিটার)।

উল্লেখ্য, গ্রীষ্মমন্ডলীয় ঝড় আলবার্তোর পর আটলান্টিক মহাসাগরে বেরিলই চলতি মৌসুমের দ্বিতীয় ঝড়। এর আগে গত ২০ জুন উত্তর-পূর্ব মেক্সিকোতে আঘাত হানে গ্রীষ্মমন্ডলীয় ঝড় আলবার্তো। সেই ঝড়ের প্রবল তাণ্ডবে দেশটিতে চারজনের প্রাণহানি ঘটে। এই অঞ্চলে হারিকেন মৌসুম সাধারণত ১ জুন থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলে।

You might also like!