পেনসিলভেনিয়া, ১৪ জুলাই : চলল গুলি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট এবং বর্তমান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। পেনিসেলভেনিয়ার বাটলার শহরে সেখানকার স্থানীয় সময় শনিবারে ঘটনাটি ঘটে। নির্বাচনী প্রচার চলাকালীন হামলার শিকার হন ট্রাম্প।
জানা গেছে, পেনসিলভেনিয়ার বাটলারের একটি সভায় গিয়েছিলেন ট্রাম্প। তাঁর কথা শোনার জন্য প্রচুর মানুষের জমায়েত হয়েছিল। মঞ্চে উঠে তিনি কথা বলতে শুরু করলে গুলি চালানো হয় বলে অভিযোগ। দেখা যায়, ট্রাম্পের কানের পাশ থেকে রক্ত বেরোচ্ছে। তিনি হাত দিয়ে কান চেপে ধরেন। দ্রুত সেখান থেকে ট্রাম্পকে সরিয়ে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা। আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত এবং তাঁর এক সঙ্গী নিহত হয়েছেন।