International

1 month ago

Abu Dhabi : আবু ধাবি থেকে কালিকট গামী বিমানে আগুন, সুরক্ষিত যাত্রীরা

Abu Dhabi

 

আবু ধাবি, ৩ ফেব্রুয়ারি  : আবু ধাবি থেকে কালিকট গামী এয়ার ইন্ডিয়ার বিমানে আচমকা আগুন ধরে গেল। ঘটনাটি ঘটেছে শুক্রবার। দ্রুত বিমানের জরুরি অবতরণ করা হয়। সুরক্ষিত রয়েছেন বিমানের ১৮৪ জন যাত্রী।

এদিন সকালে ১৮৪ জন যাত্রীকে নিয়ে আবু ধাবি থেকে কালিকটের উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান। টেক অফ করার পরেই বিমানের সামনের দিকের ইঞ্জিনে আগুন ধরে যায়। বিমানের অন্যত্রও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। দ্রুত বিমানের জরুরি অবতরণ করা হয়। সকল যাত্রী সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে অনুমান, বিমানের একটি ইঞ্জিনের আগুন ধরে গিয়েছিল। তারপরেই আগুন ছড়িয়ে পড়ে বিমানের বাকি অংশে।

You might also like!