International

7 hours ago

Death of a Mountanieer: এভারেস্ট জয় করে নামার পথে বিপত্তি, উদ্ধার বাঙালি পর্বতারোহীর দেহ

Mountanieer Subrata Ghosh
Mountanieer Subrata Ghosh

 

কাঠমাণ্ডু, ১৬ মে : এভারেস্ট শৃঙ্গ জয়ের পর চূড়ায় তোলেন ভারতের পতাকা। কিন্তু বেস ক্যাম্পে ফেরার পথে বিপত্তি। বাড়ি ফেরা হল না বাঙালি পর্বতারোহী সুব্রত ঘোষের (৪৫)। হিলারি স্টেপের কাছে উদ্ধার হল তাঁর নিথর দেহ। শুক্রবার এমনই জানানো হয়েছে স্নোয়ি হরাইজন ট্রেকের তরফে।

জানা গিয়েছে, গতকাল দুপুরে রুম্পা দাস ও সুব্রত ঘোষ এভারেস্ট জয় করেন। এর পরে নিরাপদে ক্যাম্প ফোর এ নেমে আসেন রুম্পা। কিন্তু এভারেস্টের চূড়া থেকে ৫০০ ফুট নিচে হিলারি স্টেপের আশপাশে পৌঁছনোর পর আর নামতে পারেননি সুব্রত। স্নোয়ি হরাইজন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বোধরাজ ভাণ্ডারি জানিয়েছেন, ‘নামার সময় সুব্রত খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন। দেখা দেয় উচ্চতাজনিত সমস্যা। এই পরিস্থিতিতে তাঁর পক্ষে আর হাঁটাচলা করা সম্ভব নয় বলে জানিয়ে দেন। এমনই জানিয়েছেন গাইড চম্পল তামাং।’ সুব্রতবাবুর গাইড চম্পল তামাং ক্যাম্প ফোরের পথে ফিরে আসেন এবং ভোরে গোটা বিষয়টি জানান। শুরু হয় উদ্ধারকাজ। তাঁর দেহ বেসক্যাম্পে আনার চেষ্টা চলছে। ৪৫ বছরের সুব্রত ঘোষ রানাঘাটের তিন নম্বর ওয়ার্ডের খিড়কিবাগান লেনের বাসিন্দা। বাগদা ব্লকের অন্তর্গত কাপাসাটি মিলনবিথী হাইস্কুলের ইংরেজির শিক্ষক। একাধিক শৃঙ্গ এর আগেও জয় করেছেন। সুব্রতবাবু সম্প্রতি অরুণাচলের গোরিচন শৃঙ্গ জয় করেছিলেন। যা অসামরিক কোনও ব্যক্তি হিসেবে বিশ্বে প্রথম।

You might also like!