পার্থ, ১৩ এপ্রিল: ভারতীয় পুরুষ হকি দল শনিবার পার্থে পঞ্চম ও শেষ টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৩-২ ব্যবধানে হারল, ফলে ৫-০তে ক্লিন সুইপ হল।ম্যাচের শুরুতে অর্থাৎ চতুর্থ মিনিটে অধিনায়ক হরমনপ্রীত পেনাল্টি কর্নারকে কাজে লাগিয়ে ভারত ১-০ গোলে এগিয়ে যায়। শনিবারের গোল নিয়ে ভারত অধিনায়ক তিনটি গোল করলেন সিরিজে। তবে ২০ মিনিটে পিসির মাধ্যমে সমতা ফেরান জেরেমি হেওয়ার্ড। হাফ টাইমে ফলাফল ছিল ১-১। হাফ টাইমের পর ৩৮ ও ৩৯ মিনিটে কাই উইলট ও টিম ব্র্যান্ডের গোলে অস্ট্রেলিয়া ৩-১ গোলে এগিয়ে যায়।
এরপর ২১ বছর বয়সী ভারতীয় ফরোয়ার্ড ববি সিং ধামি ৫৩ মিনিটে মেন ইন ব্লু-এর হয়ে তাঁর ডেবিউ ম্যাচে গোল করেন। এরপর ক্রেইগ ফুলটনের দল সমতা আনতে পারেনি। এরফলে ভারত সিরিজ হারলো ৫-০তে। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী ভারত, বেলজিয়াম, নিউজিল্যান্ড, আর্জেন্টিনা এবং আয়ারল্যান্ডের সঙ্গে প্যারিস অলিম্পিকে অস্ট্রেলিয়ার মতো একই গ্রুপে রয়েছে। ভারত ২৭ জুলাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর অলিম্পিক অভিযান শুরু করবে। ভারতের এর পরের ম্যাচগুলি আছে ২৯ জুলাই আর্জেন্টিনা, ৩০ জুলাই আয়ারল্যান্ড, ১ আগস্ট বেলজিয়াম ও ২ আগস্ট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।