নিউ ইয়র্ক, ২৪ জুলাই : আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট এবং বর্তমান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর ঘটে যাওয়া প্রাণঘাতী হামলার ঘটনায় শুরু থেকেই প্রশ্ন উঠেছিল নিরাপত্তার গাফিলতি নিয়ে। দিনকয়েক আগে সভায় বক্তব্য রাখার সময় আচমকাই একটি গুলি ট্রাম্পের কান ঘেঁষে চলে যায়। সেই ঘটনার জেরে মার্কিন স্থানীয় সময় মঙ্গলবারে ইস্তফা দিলেন আমেরিকার সিক্রেট সার্ভিসের প্রধান কিম্বারলি শিয়াটল।
ট্রাম্পের উপর প্রাণঘাতী হামলায় সিক্রেট সার্ভিসের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় কমিটির সামনে হাজিরা দিতে হয় কিম্বারলিকে। সূত্রের খবর, সেখানেই নিজের ব্যর্থতার কথা স্বীকার করে নেন সিক্রেট সার্ভিসের প্রধান কিম্বারলি শিয়াটল। তারপরেই তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে।