International

1 year ago

America: আমেরিকার গুয়াতেমালার রেইন ফরেস্টের নীচে পাওয়া গেলো ২০০০ বছর আগের প্রাচীন সভ্যতার নিদর্শন

america
america

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  আধুনিক সভ্যতা গবেষণামূলক সভ্যতা। প্রতিনিয়ত বিজ্ঞানীরা সমস্ত বিষয় নিয়ে গবেষণা করে চলেছেন। তেমনি দীর্ঘ গবেষণার ফলে আবিষ্কৃত হলো ২০০০ বছর আগের এক সভ্যতা। আকাশপথে গুয়েতমালা জরিপ করার সময় এই শহরের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়। এই আবিষ্কার তাই আশ্চর্যজনক। গবেষকরা মায়ান শহরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। এই ধ্বংসপ্রাপ্ত শহরটি লুকিয়ে ছিল রেইনফরেস্টের নীচে। এখানে উল্লেখ্য যে, এই দেশের জনসংখ্যার ৫১ শতাংশ মায়ান।আদিবাসী সংস্কৃতির মানুষ বাস করতেন এই শহরে। আমেরিকার এই শহরের জনসংখ্যা বেশ বেশি ছিল। দেশরে জনসংখ্যার একটা ব়ড় অংশের বাস ছিল এই শহরে। 

প্রতিবেদনে বলা হয়েছে, বিশাল ৬৫০ বর্গ মাইলজুড়ে বিস্তৃত এই শহরটি মেক্সিকান সীমান্তের কাছে অবস্থিত। এটি মিরাডোর-কালাকমুল কার্স্ট বেসিন নামে পরিচিত। প্রত্নতাত্ত্বিকরা গবেষণায় নেমে প্লাটফর্ম ও পিরামিডের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন। নৌচলাচলের উপযোগী কজওয়ে আবিষ্কার করেছেন তাঁরা। হাইওয়ে আবিষ্কার হয়েছে। যা সবমিলিয়ে ১১০ মাইলের বেশি দীর্ঘ ছিল। যার ফলে এই সভ্যতার বাসিন্দাদের যাতায়াতের জন্য উন্নততর ব্যবস্থা ছিল। একইসঙ্গে ছিল নৌ-চলাচলের ব্যবস্থা। আমেরিকান বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি দল এই শহর আবিষ্কার করেছে। সেইসঙ্গে ফ্রান্স ও গুয়াতেমালার গবেষকরাও সহযোগিতা করেছিলেন। রেডিও তরঙ্গের পরিবর্তে শনাক্তকরণের জন্য লেজারের আলো ব্যবহার করেছিল। এমন আলো ব্যবহার করা হয়েছিল যা রেইনফরেস্ট ভেদ করতে পারে। তার নীচে কী রয়েছে প্রকাশ করতে পারে। 

  এটা বিশ্বের প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে অন্যতম ছিল বলেই গবেষকেরা জানিয়েছেন।

You might also like!