International

1 year ago

Colombia plane crash : কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায়নিহত অন্তত ৮, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি

Colombia plane crash
Colombia plane crash

 

বোগোটা, ২২ নভেম্বরঃ কলম্বিয়ায় বাড়ির ওপর ভেঙে পড়ল বিমান। বিমান ভেঙে পড়ায় নিহত অন্তত ৮। সোমবার এই ঘটনা ঘটে মধ্যাঞ্চলীয় মেডেলিন শহরের একটি জনবহুল এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি।

জানা গেছে, কলম্বিয়ার মধ্যাঞ্চলে একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে। মারা যান অন্তত ৮ জন বিমান আরোহী। যে এলাকায় বিমানটি ভেঙে পড়ে, সেখানকার একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কলম্বিয়ার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় সোমবার কলম্বিয়ার ওলায়া হেরেরা বিমানবন্দর থেকে উড়ানের কিছুক্ষণ পরই বিমানটি মধ্যাঞ্চলীয় মেডেলিন শহরের একটি জনবহুল এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। মারা যান ৬ জন যাত্রী ও দু’‌জন ক্রু মেম্বার।

বিমান দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া না গেলেও ইঞ্জিনে ত্রুটি থেকেই এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান।

স্থানীয় মেয়র ড্যানিয়েল কুইন্টেরো বলেন, বিমানটির ইঞ্জিনে ত্রুটি থাকার কারণেই সম্ভবত দুর্ঘটনাটি ঘটেছে। ভাইরাল ভিডিওয় দেখা গেছে, আবাসনের উপর থেকে একনাগাড়ে কালো ধোঁয়া বেরিয়ে আসছে। কয়েক মুহূর্ত আগে সেখানেই ভেঙে পড়েছে আস্ত বিমান। কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে চারপাশ। বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে একাধিক ছবিতে। 

You might also like!