West Bengal

3 weeks ago

Government Rules: আর যত্রতত্র চালানো যাবে না টোটো! এবার টোটো নিয়ে বড় নির্দেশিকা রাজ্যের

Government Rules (Symbolic picture)
Government Rules (Symbolic picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক :- ছোট হোক বা  বড়, রাস্তায় বেরোলেই দেখা যায় টোটোকে। আর সাধারণ মানুষেরা টোটো তে চেপে হামেশাই এপ্রান্ত থেকে ওপ্রান্তে যাতায়াত করতে পারেন। তবে অনেকেই এ টোটো যাতায়াতের জন্য যানজটের অভিযোগ সামনে এনেছেন। এবার সেই অভিযোগের নিরিখি এত বড় নির্দেশিকা জারি করল রাজ্য সরকার।         

কোন কোন রাস্তা দিয়ে টোটো চালকেরা টোটো চালাতে পারবেন? সেই সঙ্গে টোটো চালানোর জন্য তাদের আনুষাঙ্গিক কি কি নথিপত্র দরকার সেই যাবতীয় বিষয়ে এক নির্দেশিকা জারি করা হয়েছে নবান্ন থেকে।       

পশ্চিমবঙ্গ রাজ্যের মূলত বড় রাস্তা থেকে ভেতরের গলির মধ্যে দিয়ে ব্যক্তিদের বাড়ির সামনে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়েই টোটো পরিষেবা শুরু হয়েছিল। তাই এবার থেকে টোটো চালকেরা মূলত হাইওয়ে বা কোন বড় রাস্তায় টোটো নিয়ে উঠতে পারবেন না বলে জানিয়েছে পরিবহন মন্ত্রক। পরিবহন মন্ত্রক নির্দেশিকা জানায়,

১)টোটো পরিষেবার অবাধ বিচরণ বন্ধ করা হবে।

২)এক একজন টোটো চালকের নামে যাতে একটি গাড়ি থাকে সেই বিষয়টি সুনিশ্চিত করা হবে।

৩) বর্তমানে কতগুলি টোটো রয়েছে তার সংখ্যা গণনা করা হবে।

৪) পর্যাপ্ত অফিসিয়াল প্রসিডিউর এর মাধ্যমেই একজন টোটো চালক টোটোর ব্যবসা শুরু করতে পারবেন।

You might also like!