West Bengal

1 month ago

Matigara Violence: হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে ভিএইচপি-র ডাকে বনধ, শুনশান মাটিগাড়া

Matigara Violence,VHP calls Siliguri Bandh on June 2
Matigara Violence,VHP calls Siliguri Bandh on June 2

 

শিলিগুড়ি, ২ জুন : পশ্চিমবঙ্গে ফের আক্রান্ত হিন্দুরা। এবার শিলিগুড়ির মাটিগাড়ায় হিন্দুদের ওপর হামলা করার পাশাপাশি দোকানে হামলা চালায় দুষ্কৃতীরা। হিন্দু সংগঠনের কিছু সদস্যকেও গ্রেফতার করা হয়েছে। এরই প্রতিবাদে ২৪ ঘণ্টার বনধের ডাক দেয় বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) উত্তরবঙ্গ প্রান্ত। ভিএইচপি-র ডাকা সেই বনধের প্রভাব লক্ষ্য করা গিয়েছে মাটিগাড়ায়। সোমবার সকাল থেকেই রাস্তাঘাট শুনশান, হাতেগোনা যানবাহনই চলেছে। স্পর্শকাতর জায়গায় মোতায়েন রয়েছে পুলিশ। গত শুক্রবার শিলিগুড়ির মাটিগাড়ায় একটি গাড়িতে অবৈধভাবে মাংস নিয়ে যাওয়ার অভিযোগ নিয়ে বিরোধের পর এই অস্থিরতা শুরু হয়। গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে, যার ফলে দু'টি গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পুলিশ ব্যবস্থা নেয়।

You might also like!