West Bengal

2 days ago

Murshidabad News: মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, তদন্ত শুরু পুলিশের

TMC worker murder in murshidabad
TMC worker murder in murshidabad

 

মুর্শিদাবাদ, ২৪ জুলাই : মুর্শিদাবাদ জেলার ভরতপুরে খুন হলেন শাসকদলের এক কর্মী। মৃতের নাম - ষষ্ঠী ঘোষ। বুধবার রাতে বাড়ি ফিরছিলেন ভরতপুরের আলু গ্রাম পঞ্চায়েত এলাকার সেলাই গ্রামের বাসিন্দা ষষ্ঠী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তায় কয়েক জনের সঙ্গে তাঁর বচসা হয়। বচসা চলাকালীন দু’টি বাইকে থাকা জনা পাঁচেক দুষ্কৃতী অতর্কিতে ধারালো অস্ত্র দিয়ে ষষ্ঠীর উপরে হামলা চালায় বলে অভিযোগ। এলোপাথাড়ি কোপে গুরুতর জখম হন ওই তৃণমূল কর্মী। তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে যান। তার আগেই চম্পট দেয় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে কান্দি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, এর আগেও ষষ্ঠীকে ৩-৪ বার খুনের চেষ্টা হয়েছে। পুলিশ মামলা রুজু করে এই খুনের ঘটনার তদন্তে নেমেছে।


You might also like!