West Bengal

6 months ago

Malda:উত্তর মালদায় তৃণমূল তিন নম্বর দাবি বিজেপি প্রার্থীর

Trinamool number three claim in North Malda by BJP candidate
Trinamool number three claim in North Malda by BJP candidate

 

মালদা: তৃণমূল তিন নম্বরে থাকবে! তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপির উত্তর মালদা কেন্দ্রের প্রার্থী খগেন মুর্মু। তিনি দাবি করেন, ''তৃণমূল তিন নম্বরে থাকবে।তৃণমূল কংগ্রেসকে সবাই জানে। সারা বাংলা সারাদেশ জানে পৃথিবীতে যেখানে যত মানুষ আছে সবাই জানে তৃণমূল কংগ্রেস চোর। এই চোরকে ভোট দিবে না। এই চোরকে ভোট দিয়ে আবার চুরি করার সুযোগ দেবে না। সুযোগ দিলেই মানুষের পকেট কাটবে এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের চরিত্র।'' পাশাপাশি যারা তৃণমূল কংগ্রেসে আছে তারাই সহযোগিতা করবে না দাবি করেন তিনি।

অন্যদিকে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ''বিজেপির নেতারা অনেক কিছুই বলে থাকেন, কাজ না করার জন্য পায়ের তলায় মাটি নেই। সাংসদ তিনি কোন কাজ করেননি। তৃণমূল সরকার উন্নয়ন করেছে তৃণমূলের পাশে রয়েছে মানুষজন। মালদা উত্তর এবং দক্ষিণ তৃণমূল জিতবে এবং বিশাল ব্যবধানে জিতবে দাবি তৃণমূল প্রার্থীর।''

প্রসঙ্গত, চলতি মাসের ৫ ই এপ্রিল মালদা সফরে এসেছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তিনি সাংগঠনিক আলোচনায় অংশ নেন। সাংগঠনিক আলোচনার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন উত্তর এবং দক্ষিণ মালদার ফলাফল ভালো হবে। রবিবার এ বিষয়ে পাল্টা প্রতিক্রিয়া দিলেন উত্তর মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু।

You might also like!