আলিপুরদুয়ার, ২৯ মে : আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর জনসভায় যাওয়ার পথে দিনহাটা শিমূলতলা পেট্রোল পাম্পের সামনে বিজেপি কর্মীদের একটি বাসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বৃহস্পতিবার শিমূলতলায় একটি বাসে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ভাঙচুরের ফলে গাড়ির সামনের কাচ একবারে ভেঙে যায়। আতঙ্কিত বিজেপি কর্মীরা বাস ছেড়ে অন্যত্র পালিয়ে যান। গোটা ঘটনায় তুমুল উত্তেজনা দেখা যায়।