কলকাতা, ২৫ অক্টোবর: আশঙ্কা, প্রস্তুতি দুই-ই ছিল, তবে ঘূর্ণিঝড়ের কোনও প্রভাব পড়লো না পশ্চিমবঙ্গে। দিঘার সমুদ্র উত্তাল হয়েছে, বৃষ্টি হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সাগর, নামখানা, পাথরপ্রতিমায় বেশ কিছু গাছের ডাল ভেঙেছে, এই পর্যন্তই। রাজ্যের উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা থেকেও বড় কোনও ক্ষয়ক্ষতির খবর আসেনি।
তবে মধ্যরাত থেকেই রাজ্যের উপকূলবর্তী অংশগুলি তো বটেই, দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশেও ভারী বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার ভোর থেকে নাগাড়ে বৃষ্টি হচ্ছে কলকাতাতেও। আবহাওয়া দফতর জানিয়েছে, দিনভর বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অতিভারী বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। দমদম বিমানবন্দরেও শুরু হয়েছে বিমান পরিষেবা।