West Bengal

6 months ago

Dipsita Dhar : ভাবাচ্ছে ডোমজুড়-জাঙ্গিপাড়া, শ্রীরামপুরে কল্যাণের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে দীপ্সিতা

Dipsita Dhar (File Picture)
Dipsita Dhar (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আসন্ন লোকসভা নির্বাচনে শ্রীরামপুর কেন্দ্র থেকে সিপিএমের প্রার্থী করা হয়েছে দীপ্সিতা ধরকে। গত বিধানসভা নির্বাচনে বালি বিধানসভা থেকে তাঁকে প্রার্থী করা হয়েছিল। এবার তাঁকে দেওয়া হল শ্রীরামপুর আসনের টিকিট। এই কেন্দ্র থেকে তৃণমূলের পোড় খাওয়া রাজনীতিবিদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছেন। অঙ্কের হিসেবে অনেকটা পিছিয়ে থাকলেও এই আসনে কি কঠিন লড়াই দিতে পারবেন দীপ্সিতা?

গত লোকসভা ভোটের নিরিখে এই কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রেই অনেকটা পিছিয়ে রয়েছে সিপিএম যার মধ্যে জাঙ্গিপাড়া, শ্রীরামপুর, ডোমজুড় কেন্দ্র থেকে অনেকটাই পিছিয়ে ছিল বামেরা। এর মধ্যে গত বিধানসভা নির্বাচনে জাঙ্গিপাড়া কেন্দ্রে প্রার্থী দিয়েছিল ISF। অন্যদিকে, ডোমজুড় কেন্দ্রে সিপিএম প্রার্থী দিলেও মাত্র ৯ শতাংশ ভোট ছিল। গত বিধানসভা নির্বাচনে জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্র থেকে বাম শরিক আরএসপি প্রার্থী দেয়। সেখানেও মাত্র ৪ শতাংশ ভোট পায় সিপিএম। গত লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকেই সবথেকে কম ভোট পড়েছিল সিপিএম প্রার্থীরা ভোট বাক্সে। সেক্ষেত্রে ভোটের শতকরা হার বাড়ানোটাই এখন লক্ষ্য সিপিএমের।

বৃহস্পতিবার সন্ধ্যায় নাম ঘোষণার পরেই দেওয়াল লিখন পথ সভায় প্রচার শুরু করলেন শ্রীরামপুরের বাম প্রার্থী। উত্তরপাড়া কাঁঠাল বাগান বাজার থেকে দেওয়াল লিখন ও প্রচার শুরু করলেন। দীপ্সিতা বাম তরুণ প্রজন্মের মুখ। ছাত্র রাজনীতি থেকে ভোটের ময়দানে নেমেছেন। শ্রীরামপুর টাফ সিট সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মত প্রার্থী রয়েছেন তৃণমূলের।

দীপ্সিতা বলেন, ‘৪২ টা সিটই টাফ। কারণ যাঁদের বিরুদ্ধে লড়াই তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। সাধারণ মানুষের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেয়। তাই ভোটারদের বলব, নিজের ভোটটা নিজে দিন। তারপর তো জয় পরাজয়।’ তিনি জানান, কারও মুখের কথায় বিশ্বাস করার দরকার নেই। আমাদেরও বিশ্বাস করবেন না। কাজ দেখে বিচার করুন। তৃণমূল এবং বিজেপিকে একযোগে আক্রমণ করে দীপ্সিতা ধর জানান, তিনটে সরকারকেই দেখেছেন। কারা কী করেছে দেখুন। সেটা ইউপিএ ১ এর একশ দিনের কাজ হোক,।রাইট টু ইনফরমেশান হোক বা রাইট টু এডুকেশান হতে পারে।

যদিও, বাম প্রার্থী এবং তৃণমূল প্রার্থী ঘোষণা হয়ে গেলেও বিজেপির তরফে এই কেন্দ্র থেকে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি। তবে দীপ্সিতা নিজে বালির নিশ্চিন্দা এলাকার বাসিন্দা। যেটি ডোমজুড় বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। হাওড়া জেলার এই কেন্দ্রটি আবার হুগলির শ্রীরামপুর আসনের মধ্যে পড়ছে। সেই কারণে, নিজের এলাকায় দীপ্সিতা ভালো লড়াই দিতে পারবেন বলেই মনে করছে স্থানীয় সিপিএম নেতৃত্ব।

You might also like!