West Bengal

2 hours ago

Tamanna Murder Case: ৮১ দিনেও চার্জশিট নয়, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভে ফেটে পড়লেন তামান্নার পরিবার! এসপি অফিসের সামনেই ধর্নায় মা-বাবা

Tamanna Murder Case
Tamanna Murder Case

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  নদিয়ার কৃষ্ণনগরের তামান্না খুনের ঘটনায় পেরিয়ে গিয়েছে ৮১ দিন। অথচ এখনও পর্যন্ত দেওয়া হয়নি কোনও চার্জশিট। তদন্তে গতি নেই, নেই কোনও দৃশ্যমান অগ্রগতি—এমনই অভিযোগ জানিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মৃত তামান্নার পরিবার।  এই অবস্থায় এদিন কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপারের (এসপি) সঙ্গে দেখা করতে যান তামান্নার মা। কিন্তু, অভিযোগ, তাঁকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। পুলিশ সুপারের অফিসের দরজা বন্ধ করে দেওয়া হয় তাঁর সামনে। এই অপমানে এবং দীর্ঘদিন ধরে বিচারের আশায় অপেক্ষা করতে করতে ক্ষুব্ধ তামান্নার মা ও বাবা শেষে পুলিশ সুপারের দপ্তরের সামনেই বসে পড়েন ধর্নায়। শুরু হয় নীরব প্রতিবাদ।

তামান্নার পরিবারের অভিযোগ, তাঁদের মেয়েকে নির্মমভাবে খুন করা হয়েছে। একাধিকবার তাঁরা থানায় গিয়ে অভিযোগ জানিয়েছেন, প্রমাণ দিয়েছেন, তবু পুলিশ কোনও দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। মামলার তদন্তে তেমন গতি নেই। এমনকি ঘটনার এতদিন পরেও চার্জশিট জমা না পড়ায় তাঁরা  চূড়ান্ত হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন।  এদিন তামান্নার মা বলেন, “আমার মেয়ে আজ নেই। আমরা শুধু চাই, দোষীরা যেন শাস্তি পায়। কিন্তু ৮১ দিন পেরিয়েও চার্জশিট দেয়নি পুলিশ। এখন এসপি সাহেবের সঙ্গে দেখা করতেও দিচ্ছে না। দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে আমাদের মুখের ওপর। তাহলে আমরা যাব কোথায়?” 

তামান্নার পরিবারের দাবি, শুরু থেকেই পুলিশ গড়িমসি করছে। ঘটনার গুরুত্ব অনুযায়ী তদন্ত হয়নি। এখন তারা আরও উদাসীন হয়ে পড়েছে। এমনকী জেলা পুলিশের শীর্ষ আধিকারিকের সঙ্গে দেখা করতেও বাধা দেওয়া হচ্ছে। এই ঘটনায় প্রশ্ন উঠছে, সাধারণ নাগরিকের কি তাহলে প্রশাসনের কাছে গিয়ে বিচার পাওয়ার অধিকারটুকুও নেই? এক সন্তানহারা মা যখন বিচার চাইতে গিয়ে অফিসের দরজায় দরজায় ঘুরছেন, তখন প্রশাসনের এই নিষ্ক্রিয়তা আরও একবার প্রশ্ন তুলে দিচ্ছে মানবিকতার উপর। 

তামান্নার মা ও বাবা পুলিশ সুপারের অফিসের সামনেই ধর্নায় বসে প্রতিবাদ জানান। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে সেই প্রতিবাদ। হাতে ছিল ‘বিচার চাই’ লেখা প্ল্যাকার্ড। উপস্থিত ছিলেন আরও কয়েকজন আত্মীয়ও। তাঁরা জানান, যদি প্রয়োজন হয়, তাঁরা অনশনেও বসবেন, কিন্তু বিচারের লড়াই থেকে সরবেন না। তামান্নার বাবা বলেন, “আমাদের মেয়ে আর ফিরে আসবে না জানি। কিন্তু যে অন্যায়ভাবে তাকে হত্যা করা হল, তার বিচার চাই। পুলিশের যদি কিছু করার না থাকে, তাহলে আমাদের জানিয়ে দিক। আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাব, প্রয়োজনে আদালতের দ্বারস্থ হব।” এই বিষয়ে পুলিশের তরফে এখনও পর্যন্ত কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি। তবে, এসপি অফিস সূত্রে খবর, ঘটনার তদন্ত এখনও চলছে এবং চার্জশিট তৈরির প্রক্রিয়া চলছে বলেই দাবি করা হয়েছে। যদিও পরিবার বা স্থানীয়দের অভিযোগ, এটি শুধুই অজুহাত মাত্র। 

প্রসঙ্গত, তামান্না খুনের ৮১ দিন পার হয়ে গেলেও, ন্যায়বিচার আজও অধরা। প্রশাসনের নিষ্ক্রিয়তা, পুলিশের গাফিলতি এবং এসপি অফিসের দরজা বন্ধ রাখার ঘটনার বিপরীতে বিচার না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার শপথ নিয়েছে তামান্নার পরিবার। এখন দেখার, প্রশাসন কবে তাদের আওয়াজে সাড়া দেয়।

You might also like!