West Bengal

6 months ago

Lok Sabha Election 2024: রাজ্যের ৪২ আসনেই প্রার্থী SUCI-র! সিপিএমকে নিশানা করে ডাক বৃহত্তর বাম ঐক্যের

SUCI (File Picture)
SUCI (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লোকসভা নির্বাচন প্রায় দোরগোড়ায় কড়া নাড়ছে। নির্বাচনের দিন ঘোষণার আগে প্রার্থী তালিকা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গের শাসকদল অর্থাৎ তৃণমূল। অপরদিকে বিজেপিও ২০ আসনে প্রার্থী দিয়েছে। তবে এখনও বাম-কংগ্রেস জট নিয়ে দোটানার অবসান ঘটেনি। ফলে এই দুই দলের প্রার্থী তালিকা ঘোষণা এখনও দুরেই অবস্থান করছে। এমতাবস্থায় এসইউসিআই অগ্রসর হল  ৪২ আসনে প্রার্থী দেওয়ার পথে। সিপিএম, সিপিআইকে দোষারোপ করে বৃহত্তর বাম ঐক্যের পথে তাঁরা। 

রাজ্যে তৃণমূলই একসঙ্গে ৪২ আসনে প্রার্থী দিয়েছে। এরপর দ্বিতীয় দল এসইউসিআই রাজ্যের সব আসনে প্রার্থী দিচ্ছে। বছরব্যাপী নানারকম আন্দোলনের কথা শোনা গিয়েছে বামফ্রন্ট শিবিরে। তবে নির্বাচনের শিওরে সংক্রান্তিতে কার্যত প্রার্থী দিতে চুল ছেঁড়া পরিস্থিতি বাম শিবিরের। একই অবস্থা কংগ্রেসেরও। ফলে বাম কংগ্রেস শিবির একেবারে ঘেঁটে রয়েছে। বিজেপি শিবিরের তরফে জোর প্রচার চললেও তাঁরা এখনও অবধি ৪২ আসনে প্রার্থী দিতে পারেনি। অথচ এই তিন শিবিরের চেয়ে অনেক ছোট দল ৪২ আসনেই প্রার্থী দিতে তৎপর। লড়াইটা তাঁরা একাই লড়বে। 

এই প্রেক্ষিতে এসইউসিআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ বলেন, “সিপিএম সবসময় কংগ্রেসের সঙ্গে থাকতে চায়। তারাই বৃহত্তর বাম ঐক্যের উপর আঘাত হানছে। ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।” একইসঙ্গে সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাটকেও তোপ দেগেছেন তিনি। এসইউসিআইয়ের দাবি, সিপিএম মুখে ধর্মনিরপেক্ষতার কথা বললেও, আইএসএফের মতো দলের সঙ্গে জোট করছে। যা এসইউসিআইয়ের আপত্তির অন্যতম কারণ।  

You might also like!