West Bengal

4 months ago

Suvendu Adhikari:ভোটের ঘাটালে শুভেন্দুর তথ্য-সহ পোস্ট, 'গরু' নিয়ে তরজায় দুই অভিনেতা-প্রার্থী

BJP candidate from Ghatal Hiran Chatterjee, Trinamool candidate Deepak Adhikari and Dev.
BJP candidate from Ghatal Hiran Chatterjee, Trinamool candidate Deepak Adhikari and Dev.

 

পশ্চিম মেদিনীপুর, ২৩ মে : ভোটের ৪৮ ঘণ্টা আগে ঘাটালে গরু নিয়ে তরজায় নামলেন দুই অভিনেতা-প্রার্থী তৃণমূলের দেব এবং বিজেপি-র হিরণ। বৃহস্পতিবার সকালে শুরুটা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তা উস্কে দেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। নিশানায় তৃণমূল প্রার্থী দীপক অধিকারী তথা দেব।

সকালে তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে একটি পোস্ট করেছিলেন শুভেন্দুবাবু। তার ক্যাপশন ছিল ‘দেবের কীর্তি’। তাতে দেখা যাচ্ছে, ‘আরণ্যক ট্রেডার্স’ নামে একটি সংস্থার লেজ়ার অ্যাকাউন্ট। তার উপরে রয়েছে অন্য একটি সংস্থার নাম। তার শুধুমাত্র ‘ভেনচার্স প্রাইভেট লিমিটেড’ অংশটি শুভেন্দুবাবুর পোস্টে দৃশ্যমান। পুরো নাম স্পষ্ট নয়।

ওই লেজ়ার অ্যাকাউন্টের তথ্য অনুযায়ী, ‘আরণ্যক ট্রেডার্স’ থেকে ‘ভেনচার্স প্রাইভেট লিমিটেড’ লেখা সংস্থার আইসিআইসিআই ব্যাঙ্কের অ্যাকাউন্টে ২০১৬ সালের ২৪ এবং ২৫ নভেম্বর ২৫ লক্ষ টাকা করে মোট ৫০ লক্ষ টাকা জমা পড়েছে।

অন্য একটি জায়গায় দেখা যাচ্ছে, একটি ডায়েরির পাতায় হাতে লেখা ‘দেব মোবাইল: ৭২ হাজার টাকা’ এবং ‘দেব ঘড়ি: ৪ লক্ষ ৬০ হাজার টাকা’। পাশেই একটি পাতায় ছাপানো অক্ষরে ইংরাজিতে লেখা ‘দেব মোবাইল অ্যান্ড দেব ওয়াচ’। ডায়েরির পাতায় উল্লিখিত পরিমাণ অর্থের উল্লেখ রয়েছে ছাপা অক্ষরের পৃষ্ঠাটিতেও।

শুভেন্দুবাবু দাবি করেন, যে ডায়েরির পাতা তিনি পোস্ট করেছেন, তা এনামুল হকের ডায়েরির। এনামুল গরুপাচার মামলায় অন্যতম অভিযুক্ত। আবার হিরণ দাবি করেছেন, ‘আরণ্যক ট্রেডার্স’ এনামুলেরই সংস্থা। অর্থাৎ, এনামুলের সংস্থা থেকে দেবের সংস্থার অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল। এই তথ্যসমৃদ্ধ পোস্ট নিয়ে আলোড়ন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।


You might also like!