West Bengal

3 months ago

Subhendu Adhikari: শনিবার কোচবিহারে আসছেন শুভেন্দু অধিকারী

Subhendu Adhikari is coming to Cooch Behar on Saturday
Subhendu Adhikari is coming to Cooch Behar on Saturday

 

কোচবিহার, ১২ জুন: শনিবার কোচবিহারে আসছেন রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি সূত্রের খবর, কয়েক ঘণ্টার সফরে জেলায় আসবেন শুভেন্দু। কোচবিহার শহরে জেলা বিজেপি কার্যালয়ে আশ্রয় নেওয়া আক্রান্ত কর্মীদের সঙ্গে কথা বলবেন। তারপর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকের কথা আছে তাঁর। জেলা নেতাদের একটি প্রতিনিধিদল নিয়ে জেলা শাসক ও পুলিশ সুপারের সঙ্গে দেখা করার পরিকল্পনাও রয়েছে বিরোধী দলনেতার। তবে শনিবারই তিনি কলকাতা ফিরে যাবেন। জেলা বিজেপি নেতা এবং বিধায়ক নিখিলরঞ্জন দে’র বক্তব্য, ‘আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করা এবং জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই বিরোধী দলনেতা কোচবিহারে আসছেন।’

প্রসঙ্গত, ভোটে হেরে যাওয়ার পর জেলাজুড়ে প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন পদ্ম সমর্থকরা। কোথাও ভাঙছে পার্টি অফিস, কোথাও বাড়ি। ভয়ে ঘর ছেড়েছেন পাঁচশোর বেশি কর্মী। এইসময় যাঁকে সবথেকে বেশি দরকার ছিল আক্রান্ত কর্মীদের সেই নিশীথ বেপাত্তা। ঘরছাড়া কর্মীদের মনোবল জোগাতে ব্যর্থ জেলা বিজেপি নেতৃত্ব। কিছুদিন পর সিতাই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। নিশীথের অবর্তমানে জেলায় ভরসা করার নেতার অভাব দেখা দিয়েছে। বহু স্থানীয় নেতা পালিয়ে ভিনরাজ্যে চলে গিয়েছেন। এই পরিস্থিতে শুভেন্দুর কোচবিহার সফর বিজেপির দলীয় রাজনীতিতে তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে।


You might also like!