West Bengal

3 months ago

West Bengal Government News: রাজ্য ও কলকাতা পুলিশের হোমগার্ডদের ভাতা বাড়ল! বিজ্ঞপ্তি জারি নবান্নের

State and Calcutta police home guards allowance increased!
State and Calcutta police home guards allowance increased!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা মিটতেই বৈঠক সেরেছেন। রাজ্যের সরকারি কর্মীরা এপ্রিল থেকেই মহার্ঘ ভাতা পাবেন বলে ঘোষণা করেছিলেন তিনি। রাজ্য এবার  কলকাতা ও রাজ্য পুলিশে কর্মরত হোমগার্ডদের অবসরকালীন ভাতা নিয়ে উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিল। নবান্নের তরফে মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, কলকাতা এবং রাজ্য পুলিশের হোমগার্ডদের অবসরকালীন ভাতা বৃদ্ধি করা হবে।

উল্লেখ্য, এতদিন পর্যন্ত হোমগার্ডরা অবসরকালীন ভাতা হিসেবে পেতেন তিন লাখ টাকা। নয়া বিজ্ঞপ্তি মোতাবেক এবার থেকে তাঁরা পাঁচ লাখ টাকা পাবেন। প্রথমের দিকে তাঁদের অবসরকালীন ভাতার অঙ্কটা ছিল ৫০ হাজার। উল্লেখ্য, রাজ্যে এই মুহূর্তে হোমগার্ডের সংখ্যা সবমিলিয়ে ১৮ হাজারের বেশি। অবসরের পর আর্থিক নিরাপত্তা নিয়ে অনেক সময়ই তাঁদের দুঃশ্চিন্তায় ভুগতে হত। কিন্তু, সরকারের এই ঘোষণার পর স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তাঁরা। জানা গিয়েছে, ইতিমধ্যেই এই সিদ্ধান্তের বিষয়ে কলকাতা পুলিশ কমিশনার এবং রাজ্য পুলিশের ডিজিকে অবগত করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার আরও একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্নের তরফে। সেখানে মে মাসের বদলে এপ্রিল থেকেই বর্ধিত ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা, জানানো হয়েছে এমনটাই। জুলাই মাসে বেতনের সঙ্গে সেই ডিএ ঢুকবে রাজ্যের সরকারি কর্মীদের অ্যাকাউন্টে।

গত বছর বড়দিনে কলকাতার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই রাজ্যের সরকারি কর্মীদের চার শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন তিনি। অন্যদিকে, বাজেটের দিন রাজ্যের সরকারি কর্মীদের ডিএ আরও চার শতাংশ বাড়িয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেটে রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন, মে মাস থেকেই বাজেটে ঘোষণা করা অতিরিক্ত চার শতাংশ ডিএ পাবেন সরকারি কর্মীরা। কিন্তু, তা এপ্রিল থেকে করা হয়েছে।

এক্ষেত্রে রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্য ডিএ বেড়ে হয়েছে ১৪ শতাংশ। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ-র তফাত কমে দাঁড়িয়েছে ৩২ শতাংশ। রাজ্যের সরকারি কর্মীদের ডিএ চার শতাংশ বৃদ্ধি করার জন্য সরকারের খরচ হবে ২ হাজার ৪০০ কোটি। প্রায় ১৪ লাখ সরকারি কর্মী এতে উপকৃত হতে চলেছেন। স্বাভাবিকভাবেই চওড়া হাসি রাজ্যের সরকারি কর্মীদের ঠোঁটে। মমতা বন্দ্যোপাধ্যায় একটি সভা থেকে বলেছিলেন. সরকারি কর্মীরা তাঁর পরিবারের অংশ। তাঁদের উন্নতিতে যাবতীয় উদ্যোগ তিনি নেবেন।



You might also like!