কলকাতা, ২৯ আগস্ট : জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জিএসআই)- এর পূর্বাঞ্চলীয় দফতরে শুক্রবার পালিত হলো জাতীয় ক্রীড়া দিবস। ধ্যান চাঁদের জন্মদিন উপলক্ষে পালিত হয় এই দিনটি । এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) । পিআইবি-র তরফে জানানো হয়েছে , আজ জিএসআই দপ্তর খেলাধুলার এক রঙিন মঞ্চে পরিণত হয়। সমস্ত বিভাগ থেকে কর্মীরা একত্রিত হয়ে নানা ক্রীড়ায় অংশ নেন। শরীরচর্চা, মানসিক স্বাস্থ্যের উন্নতি এবং সহকর্মীদের মধ্যে বন্ধুত্ব বাড়ানো ছিল এই কর্মসূচীর উদ্দেশ্য। জিএসআই বিশ্বাস করে খেলাধুলা সততা ও দায়িত্ববোধ বাড়ায় এবং সমাজ ও দেশের প্রতি কর্তব্যবোধ গভীরতর করে।
সংস্থার অতিরিক্ত মহানির্দেশিকা ও প্রধান শ্রীমতি বর্ষা অশোক আগলাওয়ে, জিএসআই পূর্বাঞ্চল অনুষ্ঠানটির উদ্বোধন করেন। তিনি বলেন, খেলাধুলা জাতি গঠনের জন্য অপরিহার্য, মানুষের মধ্যে ঐক্য ও দেশপ্রেম জাগায়। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার দুই ক্রীড়াবিদ, শ্রী কে. সুরেশ বাবু ও শ্রী শ্রীমন্ত কৃষ্ণ মহান্তি বিশেষ অতিথি হিসেবে যোগ দেন। তাঁরা শৃঙ্খলা, দৃঢ়তা, সহযোগিতা ও সুস্বাস্থ্যের গুরুত্ব নিয়ে কর্মীদের অনুপ্রাণিত করেন।