Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

West Bengal

1 year ago

Bishnupur MP Soumitra Khan:রাজ্যকে বাঁচাতে ৩৫৫ ধারা জারির আর্জি জানিয়ে আইনমন্ত্রীকে চিঠি সৌমিত্রর

Bishnupur MP Soumitra Khan
Bishnupur MP Soumitra Khan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- আর জি কর কান্ডে উত্তাল রাজ্য। বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষ। অশান্ত বাংলাকে বাঁচাতে এবার কেন্দ্রীয় আইনমন্ত্রীর শরনাপন্ন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। রাজ্যে ৩৫৫ ধারা জারি করার আর্জি জানিয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রীকে চিঠি লিখলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। তাতে তিনি আক্ষেপের সঙ্গে জানিয়েছেন," গত ৯ আগস্ট, কলকাতার আর জি কর মেডিকেল কলেজে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, যেখানে একজন প্রশিক্ষণার্থী ডাক্তারকে নৃশংসভাবে ধর্ষণ এবং হত্যা করা হয়েছিল। এই মর্মান্তিক ঘটনাটি দেশের সমস্ত অংশের মানুষকে ক্ষুব্ধ করেছে, যার ফলে কলকাতা এবং দেশের বিভিন্ন রাজ্যে ছাত্ররা বিক্ষোভ করেছে। ঘটনার পর পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতির সম্পূর্ণ অবনতি হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার এই ঘটনাকে কার্যকরভাবে মোকাবিলা করতে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন। ছাত্রসমাজ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করলেও পুলিশ কমিশনার তাদের বিরুদ্ধে লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও জলকামানের মতো কৌশল ব্যবহার করে দমন-পীড়ন চালিয়েছে। আরও উদ্বেগ রয়েছে যে পুলিশ ঘটনাটির সাথে প্রাসঙ্গিক প্রমাণগুলি নষ্ট করার চেষ্টা করেছে। একইসঙ্গে কলকাতা পুলিশের আধিকারিকদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার আর্জিও জানিয়েছেন তিনি। সৌমিত্র খাঁ বলেন," বর্তমান পরিস্থিতিতে রাজ্যে ৩৫৫ ধারা জারি করা দরকার। তাহলে পশ্চিমবঙ্গকে বাঁচানো সম্ভব। সেই দা‍বি আইনমন্ত্রীকে জানিয়েছি।"

You might also like!