West Bengal

5 months ago

MAY DAY CELEBRATION: আন্তর্জাতিক শ্রমিক দিবসে অক্লান্ত পরিশ্রমকারী শ্রমিকদের পাশে দাঁড়ালো শান্তিপুর বন্ধু

MAY DAY CELEBRATION
MAY DAY CELEBRATION

 

নদীয়া, ১ মে: আজ পহেলা মে অর্থাৎ মে দিবস। ১৮৮৬ সাল থেকে আমেরিকায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। যদিও ভারতে এই দিনটি পালন করা হচ্ছে ১৯২৩ সাল থেকে। ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে নিহত শহিদদের আত্মত্যাগকে মনে রেখে এই দিনটি পালিত হয়। সেদিন দৈনিক ৮ ঘণ্টার কাজের দাবিতে শ্রমিকরা হে মার্কেটে জমায়েত করেছিলেন। তাঁদের ঘিরে থাকা পুলিশের দিকে কেউ একজন বোমা ছোঁড়েন। তার পরে পুলিশ শ্রমিকদের উপর গুলি চালাতে শুরু করে। ফলে প্রায় ১০-১২ জন শ্রমিক ও পুলিশ নিহত হন।

১৮৮৯ সালে ফরাসি বিপ্লবের শতবার্ষিকীতে প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিকের প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয়। সেখানে ১৮৯০ সাল থেকে শিকাগো প্রতিবাদের বার্ষিকী আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে পালনের প্রস্তাব করেন রেমন্ড লাভিনে। এই হল আন্তর্জাতিক শ্রমিক দিবসের সূচনা। ১৮৯১ সালে প্যারিসেই আন্তর্জাতিকের দ্বিতীয় কংগ্রেসে এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। স্বীকৃতি পায় মে দিবস। ১৯২৩ সালে লেবার পার্টি অব হিন্দুস্তান ভারতে এই দিনটি পালন করার সিদ্ধান্ত নেয়। চেন্নাইয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবসের লাল পতাকা তোলা হয়। ৮০ টির বেশি দেশে এই দিনটি পালিত হয়। বিশ্বের রাজনৈতিক ইতিহাসে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন হিসাবে চিহ্নিত। আন্তর্জাতিক মে দিবসকে কেন্দ্র করে শান্তিপুরের অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা শান্তিপুর বন্ধু তরফে যে সমস্ত শ্রমিক ভাইয়েরা নিত্যদিন সাধারণ মানুষের কাজ করে চলেছেন এবং তাদের পরিবারে দু''মুঠো অন্ন তুলে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন তাদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করল একেই গ্রীষ্মের দাবদাহ আর তাতেই ওষ্ঠাগত ৮ থেকে ৮০ সকলেই তাই যে সমস্ত মানুষজন প্রখর রৌদ্রের মধ্যে প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে চাষাবাদ করে চলেছেন সেই সমস্ত কৃষক ভাইদের পাশে দাঁড়িয়ে মে দিবস উপলক্ষে তাদেরকে একটি করে টুপি জল ও আর এস এবং খাদ্য সামগ্রী তুলে দিল স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিপুর বন্ধু শুধু তাই নয় যে সমস্ত শ্রমিকরা রাস্তার পাশে বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত কেউ সাইকেলের দোকান কেউ জুতো সেলাই সেই সমস্ত মানুষদের পাশেও দাঁড়ালো শান্তিপুর বন্ধু। দাবদাহ থেকে খানিকটা স্বস্তি দিতে তাদের এই উদ্যোগ যদিও কিছুদিন আগে পরিবেশে থাকা পশু পাখিদের বিশ্বের দাবদাহ থেকে বাঁচতে বিশেষ উদ্যোগও গ্রহণ করেছিল এই শান্তিপুর বন্ধু এবার আবারও যে সমস্ত মানুষরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তাদের পাশে দাঁড়ালো শান্তিপুর বন্ধু।


You might also like!