West Bengal

4 weeks ago

Suvendu adhikari: আর জি করে দুষ্কৃতী তাণ্ডব: মুখ্যমন্ত্রী ও পুলিশকে নিশানা শুভেন্দু অধিকারীর

Suvendu adhikari
Suvendu adhikari

 

কলকাতা, ১৫ আগস্ট : মধ্যরাতে আর জি কর হাসপাতালের সামনে কর্মসূচি চলাকালীন দুষ্কৃতী তাণ্ডব। বুধবার রাতে একদল যুবক পুলিশের ব্যারিকেড ভেঙে হাসপাতালের ভেতরে ঢুকে তান্ডব চালায় বলে অভিযোগ। মিছিলের মধ্যে মিশেছিল হামলাকারীরা, এমনটাই অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। অভিযোগ, ইট ছোঁড়া হয় পুলিশকে লক্ষ্য করে। জরুরি বিভাগ-সহ হাসপাতালের একাধিক জায়গায় ভাঙচুর করা হয়। প্রথমে সীমিত সংখ্যক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলেও পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বেশ কয়েকজন পুলিশকর্মী এই ঘটনায় আহত হয়েছেন বলে জানা গেছে। এদিন রাতেই ছুটে আসেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

এই ঘটনা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই দায়ী করেছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি অভিযোগ করেন, আর জি কর হাসপাতালের কাছে অরাজনৈতিক মিছিলে মমতা ব্যানার্জি তৃণমূলের গুন্ডাদের পাঠিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা ভিড়ের মধ্যে মিশে গিয়ে ভাঙচুর চালিয়েছে। পুলিশ তাদের পালানোর পথ করে দিয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

You might also like!