মুর্শিদাবাদ, ১৩ মার্চ : মুর্শিদাবাদে আক্রান্ত পুলিশ, ধারালো অস্ত্র দিয়ে এক পুলিশ আধিকারিককে কোপাল কয়েকজন দুষ্কৃতী। বুধবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিতলা থানার সরলপুরে। জানা গিয়েছে, দুষ্কৃতীরা আসলে মাটি মাফিয়া। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও এক পুলিশ আধিকারিক এবং এক সিভিক ভলান্টিয়ার, বর্তমানে তাঁরা প্রত্যেকেই একটি হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে খবর, রানিতলা সরলপুরে ভৈরব নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল বলে অভিযোগ আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানিতলা থানার পুলিশ। এরপরই মাটি মাফিয়ারা পাথর ছুঁড়ে পুলিশকে প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করে। পরে ধরালো অস্ত্র দিয়ে তারা পুলিশের উপর হামলা চালায়। এরপর দুষ্কৃতীরা সেখান থেকে চম্পট দেয়। পুলিশের আরও একটি দল সেখানে পৌঁছে আহদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি জেসিবি। পুলিশ স্বতঃপ্রণোদিত একটি মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।