West Bengal

4 months ago

Abhishek Banerjee: প্রধানমন্ত্রীর মঞ্চে তাঁকে ডাকা হোক! চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক

Abhishek Banerjee (File Picture)
Abhishek Banerjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফের অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর দিকে তাঁর চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন। প্রধানমন্ত্রীর জনসভায় তাঁকে ডাকা হোক এমন মন্তব্যই করেছেন অভিষেক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী ১৯ - ২০ তারিখ জনসভা রয়েছে যথাক্রমে পুরুলিয়া, বাঁকুড়া ওঁ বিষ্ণুপুরে। প্রধানমন্ত্রী যদি তাঁকে মঞ্চে ডাকেন, তাহলে গত ১০ বছরের রাজ্য সরকারের খতিয়ান তিনি সেই মঞ্চে জনসমক্ষে পেশ করবেন। অভিষেক বৃহস্পতিবার বেলিয়াতোড়ে দলীয় প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে জনসভা করতে আসেন।

সেখানে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে উদ্দেশ্য করে বলেন, ‘সৌমিত্র খাঁকে বলব, ২৫ তারিখ যদি ভোট হয় প্রায় ৮ দিন সময় রয়েছে। প্রধানমন্ত্রী নাকি এখানে সভা করতে আসছেন। আমি বলব, সেই মঞ্চে আমাকে ডাকা হোক। একদিকে তুমি তোমার তথ্য নিয়ে এস, অন্য দিকে আমি আমার তথ্য নিয়ে যাব। তোমার ১০ বছরের কেন্দ্রীয় সরকার বাঁকুড়া, বিষ্ণুপুরের জন্য কী করেছে, আর আশানুরূপ ফল না হওয়ার পরেও আমাদের মা-মাটি-মানুষের সরকার বাঁকুড়া, বিষ্ণুপুরের জন্য কী করেছে তা দেখিয়ে দেবো।’

অভিষেক এদিন সৌমিত্রকে তীব্র সমালোচনা করেন। গত লোকসভা নির্বাচনে হাইকোর্টের রায়ের প্রসঙ্গ তুলে এনে বলেন, ‘এই সৌমিত্র খাঁকে ২০১৯ সালে হাইকোর্ট বাঁকুড়ায় ঢুকতে দেয়নি। প্রচার করেছিল সুজাতা। আর সৌমিত্র প্রচার করেছিল শুধু খণ্ডঘোষ বিধানসভায়। যেখানে প্রচার করেছিল ৩০ হাজার ভোটে হেরেছিল। আর এবার বিষ্ণুপুর লোকসভা জুড়ে সব জায়গায় যাচ্ছে আর মিথ্যে কথা বলে বেড়াচ্ছে।’

You might also like!