নদিয়া, ২ ফেব্রুয়ারি : নদিয়ার কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ প্রয়াত হয়েছেন। শনিবার রাতে অসুস্থতা বোধ করায় তাঁকে পলাশি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে নাসিরুদ্দিনের বয়স হয়েছিল ৭০ বছর। তাঁর এক পুত্র ও দুই কন্যা রয়েছেন। তাঁর মৃত্যুতে শোকের আবহ রাজনৈতিক মহলে। দলের কর্মী–সমর্থক থেকে শুরু করে আত্মীয়স্বজন, পরিবারের সদস্যরা এবং সাধারণ মানুষ চোখের জল ফেলতে শুরু করেছেন। ‘লাল’ নামেই পরিচিত ছিলেন নাসিরুদ্দিন। বলা হয়, তিনি খালি হাতে কাউকে ফেরাতেন না।