West Bengal

4 months ago

ISF-TMC Clash in Bhangar: আইএসএফ-তৃণমূল খণ্ডযুদ্ধে উত্তপ্ত ভাঙড়, প্রহৃত সিপিএম এজেন্ট

ISF-TMC Clash in Bhangar
ISF-TMC Clash in Bhangar

 

ভাঙড়, ১ জুন: ভাঙড় ফের অশান্ত, শনিবার সকালে আইএসএফ-তৃণমূল খণ্ডযুদ্ধে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়ের ফুলবাড়ি এলাকা। বুথে এজেন্ট বসাতে গেলে আইএসএফ কর্মীদের উপর আক্রমণ করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা আইএসএফের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় দু’পক্ষের বেশ কয়েক জন আহত। ঘটনাস্থলে রয়েছে ব্যাপক পুলিশ বাহিনী।

পুলিশ সূত্রের খবর, ভাঙড় থানার অন্তর্গত ফুলবাড়ি এলাকায় আইএসএফ এবং তৃণমূলের মধ্যে ঝামেলা হয়েছে। আইএসএফ প্রার্থী এবং কর্মীদের পথ আটকানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। পাশাপাশি, ভাঙড়ের ঘোঁজের মাঠ এলাকায় সিপিএম এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ।

ভোটের আগের রাতে ভাঙড়ে বিভিন্ন জায়গায় বোমাবাজির অভিযোগ উঠেছে। আইএসএফের দাবি, বিভিন্ন জায়গায় সারা রাত তাণ্ডব চালিয়েছে তৃণমূলের দলবল। বাড়ি বাড়ি গিয়ে ‘হুমকি’ দিয়ে এসেছে। উল্টো দিকে তৃণমূলের দাবি, আইএসএফ কর্মীরা সারা রাত এলাকায় বোমাবাজি করেছে। মানুষকে আতঙ্কের মধ্যে রেখেছে। শুক্রবার রাতে আইএসএফ প্রার্থীর গাড়ি লক্ষ্য করে হামলার অভিযোগও উঠেছে। ভাঙচুর করা হয় প্রার্থীর গাড়ি। সেই ভাঙা গাড়ি নিয়েই রাতে ভাঙড় থানায় পৌঁছন আইএসএফ প্রার্থী। পতাকা লাগানোকে কেন্দ্র করেও তৃণমূল-আইএসএফ সংঘর্ষ হয়।

You might also like!