West Bengal

5 months ago

JAGANNATH SARKAR: জগন্নাথ সরকারের বিরুদ্ধে লড়াইয়ে নির্দল জগন্নাথ সরকার

JAGANNATH SARKAR
JAGANNATH SARKAR

 

রানাঘাট, ১ মে: অবাক কান্ড! নিজের নামের বিরুদ্ধেই লড়াই। এবারের লোকসভা নির্বাচনে এমনই বিরল নজিরের সাক্ষী হয়ে থাকলো বাংলা। রানাঘাট লোকসভা নির্বাচনে নির্দল প্রার্থী হলেন জগন্নাথ সরকার। তিনি লড়াই করবেন বিজেপির প্রার্থী জগন্নাথ সরকারের বিরুদ্ধে। যদিও স্থানীয় বিজেপির দাবি তৃণমূলের চক্রান্ত।

বুধবার নদীয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভায় নির্বাচনী ভোট প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার, যদিও তীব্র দাবদাহের মধ্যেও লাগাতার প্রচার অভিযান করছেন জগন্নাথ সরকার। এরই মাঝে হঠাৎ ঘটে গেল এক বিরল ঘটনা। সূত্রের খবর রানাঘাট লোকসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে হঠাৎ নাম উঠে আসে আরো এক জগন্নাথ সরকারের। যদিও হিরে চিহ্নে তিনি দাঁড়িয়েছেন। এই নিয়ে সাংবাদিকদের কোন রকম কোন প্রতিক্রিয়া দেয়নি নির্দল প্রার্থী জগন্নাথ সরকার।

অন্যদিকে তিনি কোনও প্রচার অভিযান এখনো শুরু করেন নি, কিন্তু তার নাম নির্বাচন কমিশনের তালিকায় নথিভুক্ত হয়েছে। আজ নির্বাচনী ভোট প্রচারের মধ্যে দিয়ে ক্ষোভ উগরে দেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। তিনি বলেন, রানাঘাট লোকসভা কেন্দ্রে তার প্রভাব রয়েছে যথেষ্ট, তাই তাকে দমন করার জন্য তৃণমূল চক্রান্ত করে নির্দল প্রার্থী হিসেবে তার নামের একজনকে দাঁড় করিয়েছে। যদিও জগন্নাথ সরকারের তোলা অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমনি অধিকারী বলেন, নির্বাচনে যে কেউ দাঁড়াতে পারে, তা জগন্নাথ সরকার হোক বা অন্য জগন্নাথ সরকার। এখানে তৃণমূলের কি করার আছে। আসলে জগন্নাথ বাবুর আর তো কোনও কাজ নেই, উনার একটাই কাজ শুধু অভিযোগ করা। মানুষ তার এই অহেতুক অভিযোগ আর কখনোই কর্ণপাত করবে না। আর মাত্র কয়েকদিন তারপরেই জগন্নাথ সরকারের আর কোনো অভিযোগ করার সুযোগই থাকবে না।

You might also like!