West Bengal

11 hours ago

Shyamnagar News: উৎসবের মাঝেই শ্যামনগরে ভয়াবহ দুর্ঘটনা,ট্রেনের ধাক্কায় মৃত মা-শিশু-সহ ৩!

Horrific accident in Shyamnagar
Horrific accident in Shyamnagar

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পঞ্চমীর রাতে শ্যামনগর স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন, যার মধ্যে একজন শিশু। লেভেল ক্রসিংয়ের গেট সঠিক সময়ে খুলে না দেওয়ায় অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। এই কারণে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। ঘটনায় ব্যাপক ওই এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক মহিলা শিশু সন্তানকে নিয়ে লাইন পারপার হচ্ছিলেন। সেই সময় তাঁর কোল থেকে তিন নম্বর রেললাইনে পড়ে যায় শিশুটি। সন্তানকে তুলতে যান তিনি। সেই সময় সেই সময় তিন নম্বর রেল লাইনে আসছিল গৌড় এক্সপ্রেস। তা দেখে মা ও শিশুকে বাঁচাতে যান স্টেশনের এক ফল বিক্রেতা। গৌড় এক্সপ্রেস ধাক্কা দেয় তিনজনকেই। লাইনের ধারেই ছিটকে পড়েন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও সঠিক সময়ে লেভেল ক্রসিং গেট খোলেননি গেটম্যান। যার ফলে অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। তিনজনকেই কোলে করে কিছুটা দূরে নিয়ে যাওয়া হয়। তারপর হাসপাতাল। তবে কাউকেই বাঁচানো যায়নি। ঘটনার প্রতিবাদে স্থানীয়রা দীর্ঘক্ষণ শ্যামনগর রেল স্টেশন অবরোধ করেন। 

স্থানীয়দের অভিযোগ, লেভেল ক্রসিংয়ের গেট একবার বন্ধ হলে তা দীর্ঘ সময় ধরে খোলা হয় না। ফলে দুই পাশের বহু মানুষকে দীর্ঘসময় অপেক্ষা করতে হয়। এর ফলে অধৈর্য হয়ে অনেকে রেললাইন পার হওয়ার চেষ্টা করে। বারবার অভিযোগ জানানো হলেও রেল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বলে তারা দাবি করেন। পরে পুলিশ এসে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।

You might also like!