West Bengal

1 month ago

SSC: উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং, বিজ্ঞপ্তি প্রকাশ করল এসএসসি

Higher Primary Counseling
Higher Primary Counseling

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- আদালতের নির্দেশে তৃতীয়বার মেধাতালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। তার ভিত্তিতে শুরু হবে প্রার্থীদের কাউন্সেলিং। নভেম্বর মাস থেকে শুরু হবে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং। বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন।

বিজ্ঞপ্তিতে তালিকা থেকে জানা যায় আগামী ১১ নভেম্বর থেকে শুরু হবে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং প্রক্রিয়া। বাংলা ও ইংরেজির প্রার্থীদের কাউন্সেলিং চলবে ১১ নভেম্বর, ১৪ নভেম্বর ও ১৬ নভেম্বর তারিখে। পিওর সায়েন্স ও বায়োসায়েন্সের কাউন্সেলিং হবে ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩ ও ২৫ নভেম্বর।

ইতিহাসের কাউন্সেলিং ধার্য হয়েছে আগামী ২৩ ও ২৫ নভেম্বর, সংস্কৃত ও ভূগোল বিষয়ের কাউন্সেলিং শুরু হবে আগামী মাসের ২৬ ও ২৭ তারিখে। কাউন্সেলিংয়ের দিন প্রত্যেক প্রার্থীকেই সকাল ৯টার মধ্যে রিপোর্ট করতে হবে আচার্য সদনে। প্রতিটি বিষয়ের জন্য কতজন করে প্রার্থী ডাকা হয়েছে তাও উল্লেখ করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে।

উচ্চ প্রাথমিকের নিয়োগ স্থগিত ছিল বিগত ৮ বছর ধরে। এর আগে ২৫ সেপ্টেম্বর প্রকাশ পেয়েছিল উচ্চ প্রাথমিকের চূড়ান্ত প্যানেল। ১৪ হাজার ৫২টি পদে নিয়োগের প্যানেল প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। তারও আগে দুবার মেধাতালিকা প্রকাশ পেয়েছিল, কিন্তু দুর্নীতির অভিযোগে দুবারই মেধাতালিকা বাতিল হয়ে যায়।

You might also like!