Breaking News
 
Giriraj Singh on Mamata Banerjee: :‘বিহার জিতছি, এবার বাংলা টার্গেট’, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজের হুঙ্কার; পাল্টা মুখ খুলল তৃণমূলও Bihar Assembly ElectionLIVE UPDATE: ভোটের ফলে মুখ থুবড়ে পড়ল তেজস্বী যাদব! আরজেডির গড়েই পিছিয়ে লালুপুত্র, কংগ্রেসের ভরাডুবি Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে

 

West Bengal

1 year ago

Gas cylinder burst incident in Karandighi:করণদিঘীতে গ্যাস সিলিন্ডার ফেটে অঘটন, আহত পাঁচ শিশু-সহ ২৫

Gas cylinder burst incident in Karandighi
Gas cylinder burst incident in Karandighi

 

করণদিঘী, ৩১ জুলাই : উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের খুদুরগাছি এলাকায় একটি সোনার দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কমপক্ষে ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা খুবই গুরুতর। রয়েছে ৫টি শিশুও। তাদের মধ্যে কাউকে রায়গঞ্জ হাসপাতাল, কাউকে পূর্ণিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ এই দুর্ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডালখোলা থানার খুদুরগাছি এলাকার একটি বাজারে সোনার দোকানে আচমকাই গ্যাস সিলিন্ডার ফেটে যায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডালখোলা থানার পুলিশ ও দমকল বাহিনী। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে প্রথমে করণদিঘী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। ১০ জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁদের রায়গঞ্জ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ।

You might also like!