West Bengal

4 months ago

Northeast Frontier Railway: রেমালের জের, 18টি এক্সপ্রেস-সহ 44টি ট্রেন বাতিল উত্তর-পূর্ব সীমান্ত রেলের

Northeast Frontier Railway
Northeast Frontier Railway

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রেমালের জেরে 44টি ট্রেন বাতিল করল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। উত্তর-পূর্ব ভারত ও উত্তরবঙ্গের মধ্যে যোগাযোগ স্থাপনকারী 44টি ট্রেন 27 মে থেকে 29 মে পর্যন্ত বাতিল করা হয়েছে। রবিবার অর্থাৎ, 26 মে রাত 11টা 30 মিনিট নাগাদ উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হয়েছে।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, রেমালের সতর্কতার জন্যই এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে। 27 থেকে 29 মে পর্যন্ত তিনদিন একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের পাঁচটি ডিভিশনের 44টি ট্রেন বাতিল করা হয়েছে। আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশন, রঙিয়া রেলওয়ে ডিভিশন, কাটিহার রেলওয়ে ডিভিশন, লামডিং রেলওয়ে ডিভিশন এবং তিনশুকিয়া রেলওয়ে ডিভিশনের ট্রেন বাতিল করা হয়েছে। বিশেষ করে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ স্থাপনকারী ট্রেনগুলিকেই বাতিল করা হয়েছে।

সব্যসাচী দে জানান, রেমালের সতর্কতার জেরে 27, 28 এবং 29 মে পর্যন্ত বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। বাতিল হওয়া 44টি ট্রেনের মধ্যে এক্সপ্রেস ট্রেন রয়েছে 18টি। অন্যদিকে, প্যাসেঞ্জার ট্রেন রয়েছে 12টি এবং ডিএমইউ ট্রেন রয়েছে 14টি। যার মধ্যে উল্লেখযোগ্য ট্রেনগুলি হল, এনজেপি-আলিপুরদুয়ার ও আলিপুরদুয়ার-এনজেপি ইন্টারসিটি এক্সপ্রেস, এনজেপি-বঙ্গাইগাঁও ইন্টারসিটি এক্সপ্রেস, আগরতলা-শিলচর ইন্টারসিটি এক্সপ্রেস-সহ 44টি ট্রেন।

রবিবার মধ্যরাতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সুন্দরবনের বঙ্গোপসাগর উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় রেমাল ৷ যার প্রভাব পড়েছে শিয়ালদা ও হাওড়ার ডিভিশনের রেল পরিষেবায় ৷ যদিও শনিবারই পূর্ব রেলের তরফে জানান হয়েছিল, ঘূর্ণিঝড়ের কারণে আগাম সতর্কতা হিসেবে বেশ কয়েক ঘণ্টা লোকাল ও দুরপাল্লার রেল পরিষেবা বন্ধ থাকবে ৷


You might also like!