Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

West Bengal

1 year ago

Death in accident on highway :দ্রুত গতিতে স্কুটি চালাতে গিয়ে হাইওয়েতে দুর্ঘটনায় মৃত্যু

Death in accident on highway
Death in accident on highway

 

আলিপুরদুয়ার, ১৬ আগস্ট : হেলমেট না পরে এশিয়ান হাইওয়েতে দ্রুত গতিতে স্কুটি চালানোর মাশুল দিতে হল এক চালককে। দুর্ঘটনার পর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হল তাঁর। মৃত রাজেশ বর্মন দাঁড়াগাও এলাকার বাসিন্দা।

এই ঘটনায় শোকের ছায়া নামে জয়গাঁ এলাকায়। ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের দলসিংপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে স্কুটি করে জয়গাঁ থেকে হাসিমারার দিকে যাচ্ছিলেন, সেইসময় এলাকার এশিয়ান হাইওয়েতে আচমকা এক বড় গাড়ির সঙ্গে স্কুটির সংঘর্ষ হয়। স্থানীয়দের তরফে জানা যায়, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।

এর পর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে কালচিনি থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্থ গাড়ির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সকল বাইক ও স্কুটি চালককে রাস্তায় হেলমেট পরার অনুরোধ জানিয়েছে পুলিশ।


You might also like!