West Bengal

3 months ago

Darjeeling-Kalimpong road closed:প্রবল বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, বন্ধ দার্জিলিং-কালিম্পংয়ের রাস্তা

Darjeeling-Kalimpong road closed
Darjeeling-Kalimpong road closed

 

শিলিগুড়ি, ১৩ জুন : প্রবল বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী। জল বইছে প্রবল বেগে। গত কয়েকদিন ধরেই সিকিম পাহাড়ে প্রবল বৃষ্টি হচ্ছে। আর তার জেরে ফুঁসছে তিস্তা। জলস্তর বেড়ে চলেছে প্রতি মুহূর্তে। জলের তোড়ে ভাঙছে রাস্তা। বিপদ এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছে তিস্তাবাজার থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা। নিরাপদ জায়গায় সরে যেতে বলা হয়েছে তিস্তা পাড়ের বাসিন্দাদের। জলপাইগুড়িতে তিস্তা নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে প্রশাসনের তরফে।

মঙ্গনে-সহ উত্তর সিকিমে প্রবল বৃষ্টি হওয়ায় তিস্তায় জলস্ফীতি ঘটেছে। জলের তলায় চলে গিয়েছে তিস্তা বাজার সংলগ্ন দার্জিলিং-কালিম্পং সড়ক। যার ফলে শিলিগুড়ি এবং কালিম্পংয়ের মধ্যে যান চলাচল অব্যাহত থাকলেও, বন্ধ রয়েছে দার্জিলিং-কালিম্পংয়ের মধ্যে গাড়ি চলাচল। তবে যেভাবে তিস্তা ফুঁসছে, তাতে যে কোনও সময় ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার বিভিন্ন দফতরের সঙ্গে বৈঠকে বসেছে জেলা প্রশাসন। নজর রাখা হচ্ছে ধস প্রবণ এলাকাগুলিতে।

তিস্তায় জলস্ফীতিতে সমতলের একাধিক জায়গায় আতঙ্ক তৈরি হয়েছে। সেবক, লালটংবস্তি, গজলডোবার মিলনপল্লি, টাকমারির বাসিন্দারা উদ্বিগ্ন। তিস্তা বাজারে যেমন একাধিক বাড়িতে জল ঢুকে গিয়েছে, তেমনই আরও একটু জল বাড়লে একই পরিণতি হবে বলে আশঙ্কায় সমতলের তিস্তাপাড়ের বাসিন্দারা। নদীর ওপর নজরদারি শুরু করে দিয়েছে সেচ দফতরও।


You might also like!