Country

5 hours ago

Govt extends cotton import: তুলোর ওপর আমদানি শুল্ক ছাড় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়াল কেন্দ্রীয় সরকার

Govt extends cotton import duty exemption till Dec 31
Govt extends cotton import duty exemption till Dec 31

 

নয়াদিল্লি, ২৯ আগস্ট : তুলোর ওপর আমদানি শুল্ক ছাড় চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়াল কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)। পিআইবি-র তরফে জানানো হয়েছে, ভারতীয় বস্ত্র ক্ষেত্রে তুলোর সহজলভ্যতা বাড়াতে কেন্দ্রীয় সরকার সাময়িকভাবে তুলোর ওপর আমদানি শুল্ক ছাড়ের মেয়াদ ১৯ আগস্ট, ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত আগেই বাড়িয়েছিল। রপ্তানিকারকদের বাড়তি সাহায্যার্থে কেন্দ্রীয় সরকার এইচএস ৫২০১ গ্রেডের তুলোর ওপর আমদানি শুল্ক ছাড়ের মেয়াদ ৩০ সেপ্টেম্বর, ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

You might also like!