বহরমপুর, ১৮ ফেব্রুয়ারি : ফের কাঠগড়ায় সিভিক ভলান্টিয়ার! এবার মুর্শিদাবাদ জেলার বহরমপুরে প্রতারণার অভিযোগে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ার। ধৃতের নাম সুমন সরকার। তার বাড়ি নবগ্রাম এলাকায়। জানা গিয়েছে, বহরমপুরের সিকান্দার আলি নামের এক ব্যক্তির কাছ থেকে একটি বাইক নিয়ে যায় ওই যুবক। ১৫ দিন পার হয়ে গেলেও সেই বাইক ফেরত না দেওয়ায়, তার নামে থানায় অভিযোগ জানান ওই ব্যক্তি। সেই অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করেছে। মঙ্গলবার ধৃতকে আদালতে হাজির করানো হবে।