West Bengal

4 months ago

Siuri:নাকাশিপাড়ায় বোমাবাজি; কৃষ্ণনগরে সংঘর্ষ, সিউড়িতে ক্যাম্প অফিস ভাঙচুর

Bombing in Nakashipara; Clash in Krishnanagar, camp office vandalized in Siuri
Bombing in Nakashipara; Clash in Krishnanagar, camp office vandalized in Siuri

 

কলকাতা, ১৩ মে : নদিয়ার নাকাশিপাড়ায় রবিবার রাত থেকে বোমাবাজির অভিযোগ উঠল। রাতভর বোমাবাজির পর সোমবার সকালেও এলাকায় বোম পড়ছে বলে অভিযোগ। বিলকুমারী গ্রাম পঞ্চায়েতের দফাদারপাড়া এলাকায় হজরত মণ্ডল নামে এক ব্যক্তি সম্প্রতি তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাঁর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ।

এদিকে, কৃষ্ণনগরে বিজেপির নির্বাচনী এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তেহট্ট বিধানসভা এলাকার নারায়ণপুরে ১৮ নম্বর বুথে এজেন্ট বসাকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপির সংঘর্ষ হয়। অভিযোগ, তৃণমূল কর্মীদের মারে মাথা ফেটেছে বিজেপির হান্নান সরদারের। তাঁকে প্রাথমিক চিকিৎসার জন্য নাতিডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আবার কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত কালীগঞ্জ বিধানসভা এলাকায় ক্যাম্পে বসা নিয়ে সিপিএম-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি হয়।

এদিকে, সিউড়িতে বিজেপির অস্থায়ী ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সেখানে বিজেপির তরফ থেকে ভোটের জন্য একটি অস্থায়ী ক্যাম্প করা হয়েছিল। অভিযোগ রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেই ক্যাম্প ভেঙে দেয়। অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে।

You might also like!