Jharkhand

2 months ago

Shibraj slammed hemant: পদ আসে ও যায় কিন্তু স্বাভাবিক সৌজন্য দেখাতে হবে, চম্পই প্রসঙ্গে মন্তব্য শিবরাজের

Shibraj slammed hemant
Shibraj slammed hemant

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা চম্পই সোরেনের নিরাপত্তা তুলে নেওয়ার বিষয়ে হেমন্ত সোরেন সরকারের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান।

 রাঁচিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিবরাজ সিং চৌহান বলেছেন, "আমার আপত্তি হল এই যে চম্পই সোরেন, যিনি মুখ্যমন্ত্রীর বাবার সহকর্মী ছিলেন, তাঁকে শুধু অপমানই করা হয়নি, পরে যখন তিনি অপমানিত বোধ করেছিলেন, তখন তিনি ঝাড়খণ্ডের জন্য, ঝাড়খণ্ডের মানুষের জন্য দল ছেড়েছিলেন। তাঁর নিরাপত্তার গাড়িগুলি ছিনিয়ে নেওয়ার মতো নিচু মানসিকতা আমি কখনও দেখিনি। পোস্ট আসে এবং যায়। কিন্তু স্বাভাবিক সৌজন্য দেখাতে হবে। কোনও রাজ্যে এমনটি ঘটেনি। বিরক্ত হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার গাড়ি ছিনিয়ে নেওয়া তাদের নিম্ন মানসিকতার পরিচয় দেয়।"


You might also like!