West Bengal

1 month ago

Birbhum flooded due to continuous rain:টানা বৃষ্টিতে জলমগ্ন বীরভূমের একাধিক অঞ্চল

Birbhum flooded due to continuous rain
Birbhum flooded due to continuous rain

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বীরভূমে টানা বৃষ্টিতে জলমগ্ন সতীপীঠ কঙ্কালীতলা। জেলার ময়ূরাক্ষী, অজয়, কোপাই, দ্বারকা, ব্রাহ্মণী, কুয়ে নদীর জল স্তর বেড়েছে।একটানা বৃষ্টিতে জল স্তর বেড়ে যাওয়ায় একাধিক নদীর ব্রিজের উপর দিয়ে জল বইছে। ফলে বক্রেশ্বর - সিউড়ি রুটে যান চলাচল বন্ধ। জেলা জুড়ে একাধিক গ্রাম জলমগ্ন। কোপাই নদীর জল স্তর বেড়ে যাওয়ায় ব্রিজের উপর দিয়ে জল বইছে।

এই বর্ষায় উত্তরবঙ্গে পর্যাপ্ত বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টি ছিল না৷ তবে রাতভর এক টানা মুষলধারে বৃষ্টি হয়। পাশাপাশি তিলপাড়া জলাধার থেকে ১৫০০ কিউসেক জল ছাড়া হয়েছে। আর তাতেই নদী, দিঘি, পুকুর, খাল-বিল ভরে জল উপচে পড়েছে। বোলপুর-শান্তিনিকেতনের একাধিক জায়গা জলমগ্ন। রাতভর টানা মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন বোলপুর-শান্তিনিকেতনের একাধিক জায়গা। কোপাই নদীর সেতুর উপর দিয়ে বইছে জল৷ অন্যদিকে, সতীপীঠের অন্যতম কঙ্কালীতলা মন্দির চত্ত্বর সম্পূর্ণ জলমগ্ন ৷ একাধিক দোকান ঘর, কাঁচা বাড়ি জলের তলায়৷ ইতিমধ্যেই পুলিশ-প্রশাসনের তরফে কোপাই নদীর সেতুর দুই দিকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে ৷ বিপদসীমার উপর দিয়ে জল বইছে তাই মাইকিং করে মানুষজনকে সকর্ত করছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শনে আসেন বোলপুরের বিডিও সত্যজিৎ বিশ্বাস।

বোলপুর-শান্তিনিকেতন স্টেশনের উপর দিয়ে জল বইতে শুরু করে৷ গোয়ালপাড়ার কাছে কোপাই নদী প্লাবিত হয়৷ নদীর সেতুর উপর দিয়ে জল বইতে শুরু করে ৷ ফলে শান্তিনিকেতন থানার কসবা হয়ে পাঁড়ুই যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে কোপাই নদীর একদিকে শান্তিনিকেতন থানা, অন্যদিকে পাঁড়ুই থানার পুলিশের তরফে সেতুতে ব্যারিকেড করে দেওয়া হয়। এমনকি, মানুষজনকে নদীর কাছ থেকে দূরে সরাতে ও সতর্ক বার্তা দিতে পুলিশ মাইকিং করে৷

অন্যদিকে, সতীপীঠের অন্যতম কঙ্কালীতলা মন্দির চত্ত্বর দিয়ে কোপাই নদীর জল বইতে শুরু করে৷ পাঁড়ুইয়ের হাঁসরা-মাখরার কাছে কোপাই নদীর সেতুর উপর দিয়েও জল বইতে শুরু করে৷ জলের তোড়ে ভেসে যায় আস্ত একটি চার চাকা গাড়ি৷ বোলপুর-শান্তিনিকেতন এলাকায় একাধিক পাড়া, গ্রাম জলমগ্ন৷ একাধিক দোকান ঘর, কাঁচা বাড়ি জলের তলায় চলে যায়৷ সব মিলিয়ে রাতভর টানা বৃষ্টিতে বীরভূম জেলারই একাধিক জায়গা জলমগ্ন৷

বোলপুরের বিডিও সত্যজিৎ বিশ্বাস বলেন, "বেশকিছু জায়গায় জল প্লাবিত হয়েছে৷ অজয়, কোপাই জল বেড়েছে৷ এখনও পর্যন্ত ৫০০ পলেথিন ব্যবস্থা করা হয়েছে। অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত। আমরা সমগ্র বিষয়ের উপর নজর রাখছি। প্রশাসন প্রস্তুত। এডিএম স্যারের সঙ্গে ভিডিও বৈঠক হচ্ছে, তাতেই পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।"

প্রসঙ্গত, বীরভূমের গুরুত্বপূর্ণ ময়ূরাক্ষী, অজয়, কোপাই, দ্বারকা, ব্রাহ্মণী, কুয়ে প্রভৃতি নদী অল্প বৃষ্টিতেই ফুঁসতে থাকে৷ তবে গত ৩ বছর বর্ষায় পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় জেলায় প্লাবন বা বন্যা হয়নি৷

অন্যদিকে দুবরাজপুর ব্লকের লোবা পঞ্চায়েতের ঝিরুল, আমুরী, শিমুলডিহি সহ একাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। এমনকী এই গ্রাম গুলোর একাধিক বাড়িতে জল ঢুকে গিয়েছে। বাড়ি থেকে কেউ বেরোতেও পারছেন না। বাড়ি থেকে বেরোতে গেলে এক কোমর জলে ভিজে যেতে হচ্ছে। এই অতি বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এমনই চিত্র ধরা পড়েছে লোবা পঞ্চায়েতের ঝিরুল গ্রামে। এই গ্রামে অতি বৃষ্টির জেরে চারটি বাড়ি ভেঙে পড়েছে। অন্যদিকে বক্রেশ্বর নদীর জল স্তর বেড়ে যাওয়ায় ফলে ব্রিজের উপর দিয়ে জল বইছে। পাশাপাশি বীরভূমের চন্দ্রভাগা নদীর জল স্তরে বেড়ে যাওয়ায় ফলে জাতীয় সড়কের উপর জল উঠে গেছে। ব্রিজের উপর দিয়ে জল বইছে। তাই যান চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ। অন্য দিকে সদাইপুর থানা এলাকার রেঙগুনি গ্রাম সম্পূর্ণ জলমগ্ন। সেই গ্রামে গ্রামে প্যান্ট গুটিয়ে রাস্তায় নেমেছে পুলিশ।

You might also like!