West Bengal

5 months ago

Bankura: বসুন্ধরা দিবস পালন বাঁকুড়ার মদনপুর জয়নগর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের

Bashundhara Day celebration (Symbolic Picture)
Bashundhara Day celebration (Symbolic Picture)

 

বাঁকুড়া, ২২ এপ্রিল: উৎসবের মেজাজে বসুন্ধরা দিবস পালন করল বাঁকুড়ার মদনপুর জয়নগর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। সোমবার সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র ছাত্রী ও এলাকার পরিবেশ সচেতন ব্যক্তিদের নিয়ে একটি বর্ণাঢ্য প্রভাত ফেরি এলাকা পরিক্রমা করে। ছাত্র-ছাত্রীরা ও অভিভাবকগণ পৃথিবীর পরিবেশকে সচেতন ও সুস্থ রাখতে ফেস্টুন ও প্ল্যাকার্ডের মাধ্যমে "গাছ লাগান পৃথিবীকে বাঁচান, জল ধরুন অপচয় বন্ধ করুন, সহ নানা কথা লিখে প্রচার চালান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দময় ঘোষ বলেন, বিশ্ব উষ্ণায়নের ফলে তাপমাত্রা দিন দিন বেড়েই চলেছে। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, মাটি ক্ষয়, জল দূষণ, নির্বিচারে বনাঞ্চল ধ্বংসের পরিণাম ইত্যাদি বিষয়গুলোতে মানুষ এখন সচেতন হয়ে উঠেছে। প্রধান শিক্ষক আনন্দময় ঘোষ জানান ১৯৭০ সালের ২২ এপ্রিল প্রথম বসুন্ধরা দিবস শুরু হয়। প্রতিবছরই একটি নির্দিষ্ট থিম নিয়ে পালিত হয়ে আসছে এই দিনটি। এবার ৫৪-তম বসুন্ধরা দিবসের থিম হল "প্লানেট ভার্সেস প্লাস্টিক" অর্থাৎ "পৃথিবী বনাম প্লাস্টিক।" যা পৃথিবীকে বসবাসের জন্য একটি প্লাস্টিক মুক্ত স্থান প্রদান করবে। এদিন বিদ্যালয় প্রাঙ্গনে কয়েকটি গাছের চারা রোপণ করা হয়।

You might also like!