West Bengal

3 weeks ago

Arjun Singh: সতর্ক থাকতে বিশেষ চশমা চোখে সিআইডি দফতরে অর্জুন

Arjun Singh
Arjun Singh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  সিআইডির দ্বিতীয় দিনের তলবেও রাশিয়ার বিষাক্ত রাসায়নিক প্রয়োগের আশঙ্কায় বিশেষ সতর্কতা নিলেন অর্জুন সিং। খুন হওয়ার ভয়ে বিশেষ চশমা পরে ও জল নিয়ে ভবানীভবনে গেলেন বিজেপি নেতা।ভাটপাড়ার নিজ বাসভবন থেকে গাড়িতে ওঠার সময় বিশেষ চশমা চোখেই দেখা গেল বারাকপুরের প্রাক্তন সাংসদকে। কেন এই চশমা? সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন জানান, “সবসময় সতর্ক থাকা উচিত। তাই চশমা নিয়ে যাচ্ছি, এটা পরে থাকব। সঙ্গে জলও নিয়েছি। ওখানের (ভবানীভবনের) কিছু ব্যবহার করা ঠিক নয়। অনেক দিন ধরে আমাকে খুন করার চেষ্টা চলছে।”পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও খুনের চেষ্টা চলছে বলে আশাঙ্কা প্রকাশ করেন অর্জুনবাবু। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।

You might also like!