নদীয়ার কৃষ্ণনগর পুরসভার সাফাই কর্মীরা আজও কর্মবিরতি চালাচ্ছেন। এর ফলে শহরের বিভিন্ন স্থানে চার দিন ধরে স্তুপাকারে আবর্জনা পড়ে রয়েছে। ভ্যাট গুলিতে আবর্জনা জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। পুরসভার সাফাই কর্মীদের বায়োমেট্রিক হাজিরা চালু করা নিয়ে এই সমস্যার সুত্রপাত। সাফাই কর্মী ইউনিয়নের বক্তব্য শুধু সাফাই কর্মীদের নয় পৌরসভার সব কর্মচারীদের জন্যই বায়োমেট্রিক চালু করতে হবে । কৃষ্ণনগর মিউনিসিপাল এমপ্লয় ইউনিয়নের সভাপতি রাজকুমার দাস জানিয়েছেন, যতক্ষণ না সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মবিরতি চালিয়ে যাবেন।