ভারতীয় সেনাবাহিনীর সাফল্যে এবং মঙ্গল কামনায় এবং ভারতবাসী সুরক্ষা কল্যাণ জন্য সম্মানীয় হাওড়া সদর বিজেপি র জেলা সভাপতি শ্রী গৌরাঙ্গ ভট্টাচার্য মহোদয় নির্দেশে দক্ষিণ হাওড়া 4 নম্বর ও শিবপুর 3 নম্বর মন্ডলের উদ্যোগে হাওড়া রামরাজাতলা রাম মন্দিরে পূজা আচনায় করা হয়,উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সহ-সভাপতি, সম্মানীয় শ্রী সঞ্জয় সিং সহ জেলা মণ্ডল নেতৃত্ব এবং কার্যকর্তাগন।