মালদা: সরকারি অনুমতি ছাড়াই সরকারি গাছ কেটে পাচার করে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার ভুতনি থানার পশ্চিম নারায়ণপুর এলাকায়। পুলিশ প্রশাসনের মদদ রয়েছে বলেও উঠছ অভিযোগ। এলাকার বেশ কিছু যুবক গোপনে এই গাছগুলি বিক্রি করে কেটে ফেলেছে এমনই অভিযোগ।যদিও গ্রামবাসী সহ ক্লাব কর্তৃপক্ষকে নিয়ে সিদ্ধান্তের পরই এই গাছগুলি কাটা হয়েছে বলে দাবি ওই সমস্ত যুবকদের। পাশের জমির মালিকের দাবি,কেটে ফেলা এই গাছগুলি তাদের। কোনরকম নির্দেশ ছাড়াই কেটে দিয়ে মোটা টাকার বিনিময়ে পাচার করছে বেশ কিছু যুবক বলেই অভিযোগ। এক শ্রেণীর পুলিশ কর্মীদের মদদ আছে। ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসন তড়িঘরি গাছ কাটা বন্ধ করার সাথে কেটে ফেলা গাছের অংশ ভূতনি থানার পুলিশ হেফাজতে নিয়েছে।