Video

1 year ago

Adino Virus| অ্যাডিনোর প্রতিঘাতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পদযাত্রা চন্দননগরে

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  আজ চন্দননগর মিউনিসিপাল কর্পোরেশনের সামনে থেকে স্বাস্থ্য কর্মীদের নিয়ে অ্যাডিনো ভাইরাস সচেতনতায় পদযাত্রা হয়। বড় বাজার, উর্দিবাজার, লক্ষীগঞ্জ বাজার, বিদ্যালঙ্কা, তালপুকুর ধার, বাগবাজার পাদ্রীপাড়া হয়ে পদযাত্রা শেষ হয়। মাধ্যমিক পরীক্ষা চলছে তাই মাইক ব্যবহার করা হয়নি এই পদযাত্রায়।এই পদযাত্রায় উপস্থিত ছিলেন চন্দনগরের মহকুমা শাসক অয়ন দত্তগুপ্ত, চন্দননগর মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনার স্বপন কুন্ডু, মেয়র রাম চক্রবর্তী, কর্পোরেশনের শাসক ও বিরোধী কাউন্সিলররাও। এই বিষয়ে মেয়র রাম চক্রবর্তী বলেন, "অ্যাডিনো ভাইরাস যেভাবে বেড়ে চলেছে, তাতে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। এই সময় মানুষকে সচেতন করা প্রয়োজন। স্বাস্থ্য দফতর থেকে সচেতন করার কথা বলা হয়েছে। আমাদেরও বলা হয়েছে, এটা আমাদেরও দায়িত্ব। স্বাস্থ্য কর্মীদের এই কাজে লাগানো হচ্ছে। শিশুদের জ্বর সর্দি কাশি হলে পুরনিগমের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে নিয়ে যেতে বলছি আমরা। সরকারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও যোগাযোগ করতে হবে।"CPIM-এর বিরোধী কাউন্সিলর অশোক গঙ্গোপাধ্যায় বলেন, "মানুষকে সচেতন করার ক্ষেত্রে এখনও বেশ কিছুটা ঘাটতি রয়েছে। আরও বেশি করে বিভিন্ন ওয়ার্ডগুলিকে সচেতন করতে হবে তার সঙ্গে স্বাস্থ্য কেন্দ্রগুলিকে আরো সতর্ক হতে হবে। এখনও পর্যন্ত যে সমস্ত শিশুরা ভ্যাকসিন নেয়নি তাদের দ্রুত ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে। আর যে সচেতনতা পদযাত্রা করা হয়েছে সেখানে আমরা সবাই সামিল হয়েছি, ভালো উদ্যোগ নেওয়া হয়েছে।"

You might also like!