Tripura

4 months ago

Minister Sudhanshu:বিকশিত ত্রিপুরা ও বিকশিত দেশ গঠনে অঙ্গীকারবদ্ধ আমরা : মন্ত্রী সুধাংশু

Minister Sudhanshu
Minister Sudhanshu

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গঠনে কাজ করছে কেন্দ্রীয় সরকার। ত্রিপুরা সরকারও সেই লক্ষ্যে কাজ করছে। প্রত্যেক ত্রিপুরাবাসীর উন্নয়ন ও জীবনযাত্রার মানোন্নয়নের মাধ্যমে বিকশিত ত্রিপুরা গঠন করা সম্ভব। বিকশিত রাজ্য গঠন হলেই গড়ে উঠবে বিকশিত দেশ। বক্তা ত্রিপুরা সরকারের তফশিলি জাতি কল্যাণ, মৎস্য, প্রাণী সম্পদ বিকাশ সহ বিভিন্ন দফতরের মন্ত্রী সুধাংশু দাস। এদিন জেলার মূল অনুষ্ঠানটি হয় জেলা সদরের কুলাই দ্বাদশ বিদ্যালয়ের মাঠে। এখানে জাতীয় পতাকা উত্তোলন করে অভিবাদন গ্রহণ করেন তফশিলি জাতি কল্যাণ, মৎস্য, প্রাণী সম্পদ বিকাশ সহ বিভিন্ন দফতরের মন্ত্রী সুধাংশু দাস।

জাতীয় পতাকা উত্তোলন করে বহু জনতার উপস্থিতিতে ভাষণ দিচ্ছিলেন মন্ত্রী সুধাংশু দাস। তিনি আরও বলেন, একই সঙ্গে আমাদের লক্ষ্য রাখতে হবে, দেশের অখণ্ডতা, সৌভ্রাতৃত্ব, স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় দায়িত্বশীল হতে হবে। দেশাত্মবোধ ও জাতীয়তাবোধের চেতনা সম্প্রসারিত করতে হবে সকলের মধ্যে। এক্ষেত্রে প্রত্যেক ত্রিপুরাবাসী, প্রত্যেক ভারতবাসীকে সক্রিয় ও সদর্থক ভূমিকা পালন করতে হবে।

এদিন জাতীয় পতাকা উত্তোলন এবং অভিবাদনের পর পরিবেশিত হয় জাতীয় সংগীত। এর পর দিনটির তাৎপর্য ব্যাখ্যা করে ভাষণ দেন মন্ত্রী সুধাংশু দাস। এছাড়া স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা এবং তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করা হয়।

You might also like!