Tripura

4 months ago

Congress:বিজেপির শাসনে আইনশৃঙ্খলা তলানিতে, গণতন্ত্রের কবরস্থানে পরিণত ত্রিপুরা : কংগ্রেস

Congress
Congress

 

বিলোনিয়া (ত্রিপুরা) : বিজেপির শাসনে ত্রিপুরার আইনশৃঙ্খলা তলানিতে এসেছে। গণতন্ত্রের কবরস্থানে পরিণত হয়েছে ত্রিপুরা। প্রতিটি নির্বাচনকে গায়ের জোরে দখল করে নিচ্ছে। মানুষের জীবন, রুটিরুজি কেড়ে নেওয়া হচ্ছে। রাজ্যে সংবিধান অচল।

আজ  বিলোনিয়া কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে দলের প্রদেশ সভাপতি আশিসকুমার সাহা এই অভিযোগ করেন। কংগ্রেস সভাপতির আরও অভিযোগ, রাজ্যের নির্বাচন কমিশন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার ঘোষণা করেছিল। কিন্তু তা রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ কমিশন।

নির্বাচন কমিশনের অকর্মণ্যতা ও প্রশাসনের দায়িত্বজ্ঞানহীনতায় পঞ্চায়েত নির্বাচন ঘোষনার পর থেকে রাজ্যে সন্ত্রাসের মাত্রাকে কয়েকশো গুণ বাড়িয়ে দিয়েছে বিজেপি দুর্বৃত্তরা। প্রশাসনকে অভিযোগ জানিয়ে কোনও কাজ হচ্ছে না। সর্বত্র মানুষের রুজি-রুটির হাহাকার। মানুষের আয় নেই গ্রামে। কাজ ও খাদ্যের অভাব। দ্রব্যমূল্য আকাশ ছুঁয়েছে, সরকার প্রশাসন নির্বিকার।

ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাকে বিজেপি দুর্নীতির আখড়ায় পরিণত করেছে। নিজেদের পরাজয় বুঝতে পেরে নির্বাচনে মনোনয়নপত্র জমা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হচ্ছে।

আশিস সাহা জানান, রাজ্যের বিভিন্ন ব্লকে বিজেপি বিরোধীদের মনোনয়নপত্র জমা দিতে দেয়নি। যাঁরা লড়াই করে জমা দিয়েছেন তাঁদের ভয় হুমকি প্রদর্শন করে মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে। বিলোনিয়ার রাজনগরে জেলা পরিষদ প্রার্থী বাদল শীলকে খুন হতে হয়েছে বিজেপি দুর্বৃত্তদের হাতে৷ বিজেপির এত অত্যাচার এত সন্ত্রাসের পরও এই রাজ্যের গণতন্ত্রপ্রিয় গরিব মানুষ বিজেপির সন্ত্রাসী শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে লড়াইয়ের প্রস্তুত।

ভারতের জাতীয় কংগ্রেস ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বিজেপির বিরুদ্ধে যে সব জায়গায় কংগ্রেসের প্রার্থীরা রয়েছেন সেই সব এলাকায় কংগ্রেস প্রার্থীদেরকে হাত চিহ্নে অন্যান্য স্থানে বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষ শক্তি ইন্ডি ব্লকের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান আশিস।

এদিন তিনি বিলোনিয়া কংগ্রেস ভবনে সাংগঠনিক বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন বক্তব্য পেশ করেছেন আশিসকুমার সাহা। সাংবাদিক সম্মেলনে ছিলেন দক্ষিণ জেলা কংগ্রেস সভাপতি মৃদুল পাটারি, বিলোনিয়া ব্লক কংগ্রেস সভাপতি দেবাশিস মজুমদার, কংগ্রেস নেতা অজিতাভ মজুমদার প্রমুখ।

You might also like!